Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ 
Tuesday February 28, 2023 , 5:07 pm
Print this E-mail this

স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণে এবার ৬ হাজার ৬৬৫ টাকা ফি নির্ধারণ

অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের অর্থের সঙ্গে তৃতীয় বর্ষের সেশন ফি পূণরায় দাবি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৮) দুপুরে ফরম পূরণে এই অতিরিক্ত অর্থ প্রত্যাহারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তাদের দাবি তুলে ধরেন। এ সময় তারা চতুর্থ বর্ষের ফরম পূরণে তৃতীয় বর্ষের পরিশোধ করা সেশন ফি পূণরায় দাবি করায় তা প্রত্যাহার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষ এবার ৬ হাজার ৬৬৫ টাকা ফি নির্ধারণ করেছে। এর মধ্যে তৃতীয় বর্ষের সেশন ফি বাবদ নির্ধারণ করা হয়েছে ২ জাহার ২৫০ টাকা। কিন্তু সেশন ফির এই অর্থ তারা আগেই পরিশোধ করেছেন। কিন্তু চতুর্থ বর্ষের ফরম পূরণে পূণরায় তৃতীয় বর্ষের সেশন ফি ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলেন, ‘করোনার কারণে এমনিতেই আমাদের দুই বছর পড়শোনার ক্ষতি হয়েছে। এখন আমাদের স্নাতকোত্তরে পড়াশোনা করার কথা। কিন্তু করোনার কারণে সেশনজটে আটকে আমাদের শিক্ষাজীবন থেকে দুই বছর নষ্ট হয়েছে। এতে আমাদের জীবন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি আমাদের পরিবারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কলেজ প্রশাসন সে সব বিবেচনায় না নিয়ে অমানবিকভাবে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত অর্থের বোঝা চাপিয়ে দিয়েছে। এটা অন্যায্য, অমানবিক।’ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘আমরা ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমরা অযৌক্তিক কোনো দাবি করছি না। আমাদের দাবি মানতে হবে।’ আরেক শিক্ষার্থী গণিত বিভাগের রাকিবুল ইসলাম বলেন, ‘যে অর্থ আমরা পরিশোধ করেছি, সেই অর্থ পূণরায় কীভাবে দাবি করা হচ্ছে। এমনিতেই আমাদের শিক্ষাজীবন আজ সেশনজটের কারণে বিপর্যস্ত। সেখানে এখন পরিশোধ করা সেশন ফি আবার ধার্য করে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নতুন করে তৃতীয় বর্ষের সেশন ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা প্রতিবছর কলেজের সেশন ফি পরিশোধ করে আসছি। কিন্তু স্নাতক চতুর্থ বর্ষের ফরম পূরণে পূণরায় তৃতীয় বর্ষের সেশন ফি ধার্য করা হয়েছে। এটা প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।’ বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ মো: গোলাম কিবরিয়ার কক্ষে যান এবং দাবি তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানান। কলেজ অধ্যক্ষ এ সময় তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা পৌনে একটার দিকে বিক্ষোভ স্থগিত করেন। এ বিষয়ে অধ্যক্ষ মো: গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা তৃতীয বর্ষের সেশন ফি পরিশোধ করেছেন। যদি সেটা করে থাকেন, তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। আমি খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেব।’




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু