Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর তালিকাভূক্ত হওয়ায় বরিশালে উৎসব 
Friday November 24, 2017 , 6:41 pm
Print this E-mail this

বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত হওয়া বাঙালি জাতির জন্য এক অনন্য অর্জন

৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর তালিকাভূক্ত হওয়ায় বরিশালে উৎসব


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘International Memory of the World register’ এ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত হওয়া বাঙালি জাতির জন্য এক অনন্য অর্জন।জাতীয়ভাবে গৃহীত সিদ্ধান্ত অনুসারে সুষ্ঠু, সুন্দর,জাঁকজমকপূর্ন ও উৎসমুখর পরিবেশে এ অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর এক বার্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ আনন্দ কনসার্টের আয়োজন করেছে।আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় বঙ্গবন্ধু পার্ক থেকে (বেলর্স পার্ক) শুরু করে পোর্টরোড (বান্দ রোড) ডিসি অফিসের সামনে দিয়ে ফলপট্টি হয়ে গীর্জা মহল্লা হয়ে জিলা স্কুল মাঠে গিয়ে র‌্যালীটি শেষ হবে।পরে বিকাল ৪টায় ৭ই মার্চের ভাষণ শীর্ষক মনোজ্ঞ আনন্দ কনসার্ট বঙ্গবন্ধু পার্কে অনুষ্ঠিত হবে।এতে অংশগ্রহনের জন্য বরিশাল জেলার সকল সরকারি,বেসরকারি,স্বায়ত্বশাসিত দপ্তর,সরকারি,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধিবৃন্দ,বিভিন্ন ক্রীড়িা ও সাংস্কৃতিক সংগঠন,গণমাধ্যমে ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহনের জন্য অনুরোধ করেছে বরিশাল জেলা প্রশাসন।




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন