Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৫৯ কোটি টাকা বাকি, বরিশালের ১৫টি সড়কের বিদ্যুৎ বিচ্ছিন্ন 
Wednesday September 21, 2022 , 1:39 am
Print this E-mail this

সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি

৫৯ কোটি টাকা বাকি, বরিশালের ১৫টি সড়কের বিদ্যুৎ বিচ্ছিন্ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বকেয়া বিল পরিশোধ না করায় বরিশাল নগরের ১৫টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সোমবার (সেপ্টেম্বর ১৯) থেকে সংযোগ বিচ্ছিন্ন করেছে নগরীর বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি মঙ্গলবার (সেপ্টেম্বর ২০) থেকে টের পেয়েছেন বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: ফারুক হোসেন জানান, সিটি কর্পোরেশনের কাছে ওজোপাডিকোর ৫৯ কোটি টাকা বকেয়া রয়েছে। বকেয়া টাকার জন্য ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র আওতাধীন আটটি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আটটি সড়ক হলো-নগরীর পলাশপুর সড়ক, বাণিজ্যিক এলাকা বাজার রোড ও পোর্ট রোড, আবাসিক এলাকা কলেজ রোড, কাউনিয়া ব্রাঞ্চ রোড, নতুন বাজার পুলিশ ফাঁড়ির সামনের সড়ক, নতুল্লাবাদ লুৎফুর রহমান সড়ক ও উত্তর আমানতগঞ্জ সড়ক। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, সিটি কর্পোরেশনের কাছে ৫৯ কোটি টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে নোটিশ দেওয়া হয়েছে। বকেয়া আদায়ে বরিশাল বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়েছে। কিন্তু কোনো সমাধান না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার অধীনে সাতটি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সড়কগুলো হলো-কালিজিরা সড়ক, জিয়া সড়ক, ধানগবেষণা সড়ক, টিয়াখালী সড়ক, কালুশাহ সড়ক, নবগ্রাম সড়ক ও বটতলা। এসব সড়কের ৩০টি এলাকার শাখা সড়কের বৈদ্যুতিক বাতি জ্বলছে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, গত ১৮ সেপ্টেম্বর ৮০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। এরপর কোনো নোটিশ না দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ১২টি পানি উত্তোলনের মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার থেকে বিষয়টি টের পেয়েছেন। পানি উত্তোলন করতে না পারলে নগরে পানি সংকট দেখা দেবে। এর সমাধানে বিকল্প ব্যবস্থা করা হবে। তবে প্রশাসনিক কর্মকর্তা স্বপন দাবি করেন, ওজোপাডিকো ৪২ কোটি ২০ লাখ টাকা পাবে।ওজোপাডিকো লিমিটেড বরিশালের পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ করছে না সিটি কর্পোরেশন। এতে বিলের হিসেবে বৃহৎ একটি অঙ্ক দাঁড়িয়েছে। সেই টাকা উত্তোলন করতে না পেরে মন্ত্রণালয়ের চাপের মুখে রয়েছি। তাই সিটি কর্পোরেশনের সড়ক বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু হয়েছে। সরকারের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম বলেন, পাওনা পরিশোধে অসংখ্যবার তাদের চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সিটি কর্পোরেশন থেকে আশানুরূপ কোনো সাড়া দেওয়া হয়নি। সর্বশেষ পরিশোধের তারিখ ছিল ১৮ সেপ্টেম্বর।




Archives

Image
বরিশাল থেকে ৩০০ মেট্রিক টন ইলিশ যাবে কলকাতায়
Image
ভোটাধিকার ফিরিয়ে আনতে সোচ্চার দেশের মানুষ : শিরিন
Image
বরিশালে দুই বাসের সংঘর্ষ : বৃদ্ধা নিহত, আহত ২৫
Image
পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ঠেকাতে হটলাইন চালু
Image
রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে : প্রধানমন্ত্রী