|
১৪ নভেম্বর নতুন পরিষদের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র
৪ দিন আগেই অব্যাহতি নিচ্ছেন বিসিসি মেয়র সাদিক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেয়াদ শেষ হওয়ার চারদিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার (নভেম্বর ৯) তিনি অব্যাহতি নেবেন।

আর ১৪ নভেম্বর নতুন পরিষদের দায়িত্ব নেবেন তার চাচা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। বুধবার (নভেম্বর ৮) বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের এক নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল ইসলাম লিটু। জানা যায়, সাদিক আবদুল্লাহ্’র নেতৃত্বাধীন বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের পাঁচ বছর পূর্ণ হবে ১৩ নভেম্বর। পরদিন মঙ্গলবার দায়িত্ব নেবে খোকন সেরনিয়াবাতের নেতৃত্বাধীন পরিষদ। মাঝে চারদিন অভিভাবক শূন্য থাকবে সিটি কর্পোরেশন। এ সময় দায়িত্ব পালনের জন্য নেই কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও। নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ায় নতুন পদায়নকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা এখন পর্যন্ত যোগ দেননি। এছাড়া সচিব পদটিও দীর্ঘদিন ধরে শূন্য আছে। এদিকে সাদিক আবদুল্লাহ্’র বিদায় ও খোকন সেরনিয়াবাতের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুপক্ষ থেকেই আয়োজন করা হচ্ছে বিশাল শোডাউনের। তবে সাদিক আবদুল্লাহ্’র অব্যাহতি নেওয়ার দিন অনুসারীদের নিয়ে বড় জমায়েত করে নাগরিক সংবর্ধনার আয়োজন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসাইন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় দায়িত্ব অব্যাহতির পর সাদিককে সামনে রেখে হেঁটে নগর ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালীবাড়ি সড়কের বাসভবনে যাবো। সড়কের দু’পাশে সাধারণ মানুষ তাকে সংবর্ধিত করবেন। অপরদিকে মঙ্গলবার খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেওয়ার দিন উৎসবমুখর করতে অনুসারী নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজনের বড় জমায়েত করা হবে নগর ভবন সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ চত্বরে। সেখানে বরিশাল সদর আসনের সংসদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অংশ নেবেন বলে জানান খোকন সেরনিয়াবাতের ঘনিষ্ঠজন যুবলীগ নেতা অসীম দেওয়ান। তিনি বলেন, ওই দিন নগর ভবন চত্বরে অন্তত ২০ হাজার মানুষের জমায়েত হবে। চার দিন নগর ভবনের দায়িত্ব কার কাছে দিয়ে মেয়র অব্যাহতি নিচ্ছেন জানতে চাইলে সিটি কর্পোরেশনের এক নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল ইসলাম লিটু বলেন, অব্যাহতি নেওয়ার পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর দু’দিনের জন্য কারও দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
Post Views:
১২৪
|
|