গণহত্যা স্মরণে শিক্ষার্থীদের মধ্যে ডকুমেন্ট প্রদর্শন করা হয়
২৫ মার্চ গণহত্যা স্মরণে বরিশালে বিভিন্ন কর্মসূচী পালন
মহান মুক্তিযুদ্ধের সূচনায় পর্ব ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে আর্ন্তজাতিক স্বীকৃতির দাবীতে এবং দিবসটি স্মরণে বরিশালে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে রবিবার সকালে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজেনে সরকারী মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোতালেব হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুজিব নগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী মাহাবুব উদ্দিন বীর বিক্রম। অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের বধ্যভূমিতে আলোচনা সভা হয়। এখানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, এম জি কবীর ভুলু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ। অন্যদিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক স্কুলে আলোচনা সভায় হয়। এখানে সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন। সভা শেষে গণহত্যা স্মরণে শিক্ষার্থীদের মধ্যে ডকুমেন্ট প্রদর্শন করা হয়। এ ছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজে গণত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দিবসটি উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল রিপোর্টার্স ইউনিটি বিকেল ৪ টায় আয়োজন করেছে চিত্রাংকন প্রতিযোগিতা।