|
“ডিজিটাল বরিশাল” আইটি এই এ্যাপসটি জেলা উদ্ভাবনী মেলায় পর পর দুই বার ২০১৬-২০১৭ সালে পুরুস্কার পায়
২০১৫ সালে এ এ্যাপসটি উদ্বোধন করি, এ্যাপসটি এত সাড়া পাবে তা আমি সত্যি ভাবিনি – জিহাদ রানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নাগরিক সেবা প্রদানে মোবাইল এ্যাপস কর্মকাণ্ডের মাধ্যমে সেবা প্রদানে ২০১৫ সালে ‘ডিজিটাল বরিশাল’ নামের একটি মোবাইল এ্যাপসটি যাত্রা শুরু করে। ‘ডিজিটিাল বরিশাল’ এ্যাপসটি বরিশাল বিভাগে যাত্রা শুরু করলেও তাদের গ্রাহক ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগে। ইতিমধ্যে বরিশালে সকল জেলায় এ্যাপসটি সাড়া পেয়েছে। বরিশাল বিভাগের এই এ্যাপসটি তাদের বরিশালে সর্ব প্রথম মোবাইল এ্যাপস কপিরাইট সার্টিফিকেট সরকারি নিয়ম অনুযায়ী তাদের যাত্রার আগেই সরকারি অনুমোদন পাওয়ার জন্য সকল প্রক্রিয়া চালিয়ে গেছেন কোম্পানীর পরিচালক ইঞ্জিনিয়ার জিহাদ রানা। এ্যাপসটির সকল কার্যক্রম দেখে গতকাল ১৩-১২-২০১৭ (বুধবার) তাদের সরকারি অনুমোদন দিল সাংস্কিৃতিক বিষয়ক মন্ত্রণালয় এর রেজিস্টার অব কপিরাইট জাফর রাজা চৌধুরী কোম্পানীর পরিচালক ইঞ্জিনিয়ার জিহাদ রানা’র হাতে স্বত্বাধিকার নিবন্ধভূক্তির প্রমানপত্র প্রদান করেন। সাংস্কিৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের রেজিস্টার অব কপিরাইট জাফর রাজা চৌধুরী বলেন, ‘ডিজিটাল বরিশাল’ এ্যাপসটির ইতি মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়লে বাংলাদেশ সরকার সরকারি অনুমোদন প্রদানের আদেশ দেন। তিনি আরো বলেন, ডিজিটাল বরিশাল এ্যাপসটিতে আমরা কোন ত্রুটি বা কোন ভুল তথ্য পাইনি। বরিশাল প্রত্যেকটি জেলায় একটি নামটি এক নামেই পরিচিত পেয়েছে। জানাগেছে ইঞ্জিনিয়র বিডি নেটওয়ার্ক নামের একটি আইটি ফার্ম থেকে তাদের যাত্রা শুরু হয়। এমন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এ্যাপসটি পরিচালনা করে তারা আজ সফলতা অর্জন করেন। আমি সবাইকে বলি বিভাগীয় তথ্য সম্পর্কে সঠিক তথ্য দেয় এ্যাপসটি। আমি ডিজিটাল বরিশাল এ্যাপসটির সফলা কামনা করছি। এবিষয়ে এ্যাপসটির পরিচালক ইঞ্জিনিয়র জিহাদ রানা জানান, আমি দেশের সেবা করার জন্য ২০১৫ সালে এ এ্যাপসটি উদ্বোধন করি। আমার এই এ্যাপসটি এত সাড়া পাবে তা আমি সত্যি ভাবিনি। আমার এ্যাপসটি সরকারি অনুমোদন দেওয়ায় আমি মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। উল্লেখ্য, “ডিজিটাল বরিশাল” আইটি এই এ্যাপসটি জেলা উদ্ভাবনী মেলায় পর পর দুই বার ২০১৬-২০১৭ সালে পুরুস্কার পায়।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
Post Views:
১২৫
|
|