|
দেশের তরুণদের নিয়ে ইয়াং বাংলা প্রতিষ্ঠা করেন প্রধান মন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
২শত ৮৪টি বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বরিশালের তরুণ সংগঠন ‘ইয়াং বাংলা’
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) ও ইয়াং বাংলা তরুণ সংগঠন বরিশাল জেলায় তারা এ পর্যন্ত ২শত ৮৪টি বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বলে বরিশাল ইয়ূত সিকোরেটির প্রতিষ্ঠা ফায়েজ বেলাল এ তথ্য প্রকাশ করেন। বৃহস্পতিবার (৬ইসেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘‘জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড-২০১৮’’ উপলক্ষে সিআরআই ও ইয়াং বাংলা যৌথ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আখতার তরুন সংগঠন সদস্যদেরকে বলেন, আমরা বলতে চাই শুনতে চাই না। আমরা ছোটদের কথা শুনতে চাই। এদেশে সর্ব প্রথম ৬৭ সালে যখন কায়েদা আযম বলেছিলেন উর্দূ হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা তখন কার্জহলের তরুন শিক্ষার্থীরা সেদিন তারা বিদ্রোহ করেছিলেন। তিনি আরো বলেন আমাদের দেশে এখন তরুণদের সংখ্যা অনেক বেশী এদেরকে দিয়ে উন্নয়ন যা করার তাদের দিয়ে এখনই করতে হবে। এসময় তিনি সম্প্রতি সময়ের একটি উদাহারন দিয়ে বলেন বর্তমান সময়ের তরুণ সমাজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কি করে সড়ক পথের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি এ্যাড. এস এম ইকবাল। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তারা বলেন ইয়াং বাংলা সংগঠনটি বরিশালের মুলাদী, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ ও বরিশাল জেলায় কাজ করে যাচ্ছেন। তারা বরিশাল নগরীর রসুলপুর, মোহাম্মদপুর, বঙ্গবন্ধু কলোনী সহ ৬টি স্থানে কাজ করছেন। এই তরুণ সংগঠনটি নারী নিরাপত্তা, অর্থহীন শিক্ষার্থীদের শিক্ষার মাঝে ফিরিয়ে আনা সহ সমাজ উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের তরুণ প্রজন্মের হাত ধরে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে, ২০১৪ সালে (সিআরআই) নভেম্বর মাসে দেশের তরুণদের নিয়ে ইয়াং বাংলা প্রতিষ্ঠা করেন প্রধান মন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আসন্ন ২০১৮ সালে তরুণদের অনুপ্রাণিত করতে শিক্ষা, প্রতিবন্ধীদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করা, সংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা সহ ১০টি বিষয়ের উপর ৩য় বারের মত সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইয়াং বাংলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৫ সাল থেকে সজীব ওয়াজেদ জয় জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড পুস্কার প্রদান করে আসছে।
Post Views:
০
|
|