Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে পালানো সেই নববধূ গ্রেফতার 
Monday September 26, 2022 , 8:31 pm
Print this E-mail this

পালিয়ে যাওয়া সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ তালতলীতে আত্মগোপন করে

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে পালানো সেই নববধূ গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে পালানো গৃহবধূকে প্রেমিকসহ বরগুনা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (সেপ্টেম্বর ২৬) দুপুরে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যান প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। একই দিন রাতে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের ফ্রাই মার্কেটের কাছে স্ত্রী নয়নির (ছদ্মনাম) কথিত প্রেমিক তার লোকজন নিয়ে প্রবাসী মনিরুল ইসলামকে বেধড়ক মারধর করে। পরে ওই গৃহবধূ বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমানের (২৪) সঙ্গে পালিয়ে গিয়ে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার বাড়িতে (ছেলের দুলাভাই) আত্মগোপন করে।

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদের হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার গৃহবধূ বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো: হারুন অর রশিদের মেয়ে নয়নি (ছদ্মনাম)। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর শেষে পালিয়ে যাওয়া সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ তালতলীতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গ্রেফতারদের মহিপুর থানায় পাঠানো হবে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা