হঠাৎ করে বরিশালে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হঠাৎ করে বরিশালে বেড়ে গেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। সিন্ডিকেটের কারণে নতুন বছরের প্রথম সপ্তাহে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে চরম বিপাকে পড়েছেন ব্যাবহারকারীরা। আজ সোমবার (১ ফেব্রয়ারী) সকাল ১১ টায় এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরীর আশ্বিনী কুমাল হলের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে নতুন বছরের প্রথম সপ্তাহে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাজারে মনিটরিং না থাকায় গ্যাসের দাম এভাবে দফায় দফায় বাড়ছে। গেল সপ্তাহে এলপি গ্যাস লাফস সিলিন্ডার প্রতি বিক্রি হতো ৮০০ টাকা। খুচরা বাজারে ব্যাবহারকারীরা এখন ১০০০ টাকায় কিনছেন। গত ডিসেম্বরে ৩০-৫০ টাকা বেড়েছিল। ডিসেম্বরের শুরুতে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ছিল ৭৫০ থেকে ৭৭০ টাকা। অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েই চলছে অথচ কতৃপক্ষ কোন ব্যাবস্থা নিচ্ছেন না। তাই মনিটরিং বৃদ্ধি করতে হবে। অবিলম্বে সকল দ্রব্যর দাম হ্রাস করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন-গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সদস্য আরিফুর রহমান মিরাজ, মারুফ আহমেদ, ইয়াসমিন সুলতানা, ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জামান কবির, জেলা সদস্য রাইদুল ইসলাম সাকিবসহ অন্য নেতৃবৃন্দ।