প্রচ্ছদ » স্লাইডার নিউজ » স্বরূপকাঠীতে ৩ ডায়াগনস্টিকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
Friday August 18, 2017 , 8:58 pm
অনেক ব্যবসায়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ
স্বরূপকাঠীতে ৩ ডায়াগনস্টিকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
এইচ এম দেলোয়ার হোসেন : স্বরূপকাঠীতে নামমাত্র টেকনিশিয়ান দিয়ে চলা ৩ ডায়াগনস্টিক সেন্টার ও এক ভূঁয়া ডাক্তারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে এক লক্ষ সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বশির আহমেদ ও র্যাব ৮ এর একটি দল এ অভিযান চালায়।ইন্দেরহাট বন্দরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে নামমাত্র টেকনেশিয়ান দিয়ে অন্য ডাক্তারের নাম ব্যবহার করে প্যাথলজিক্যাল রিপোর্ট করাসহ বিভিন্ন অনিয়মের কারণে বিশ হাজার টাকা, একই অপরাধে স্বরূপ ডায়াগনস্টিককে দশ হাজার ও মিয়ারহাটে সততা প্রাইভেট ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া রফিকুল ইসলাম নামের এক পল্লী চিকিৎসক নামের আগে ডাক্তার ব্যবহার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।মিয়ারহাট বাজারের ঘোষ মিস্টান্ন ভান্ডারে দধির দামে হারি বিক্রির পদ্ধতি জনগণের সামনে তুলে ধরে বিশ হাজার টাকা এবং ভারী প্যাকেটের মাধ্যমে কেজি প্রতি ফলে ৪২ গ্রাম ক্রেতাদের কম দেয়ায় ৪ ফল ব্যবসায়িকে পাঁচ হাজার টাকা করে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেই সাথে অপরিস্কার ও ক্যামিকেল ব্যবহার করায় হাজিরপুল সংলগ্ন মিথিলা বেকারীকে বিশ হাজার ও রমজান বেকারীকে দশ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়।অপরদিকে নেছারাবাদ থানা পুলিশের উপস্থিতিতে মিয়ারহাট বাজারের কারেন্ট জাল ব্যবসায়িসহ অনেক ব্যবসায়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।