পিরোজপুরের উন্নয়নে নৌকা ছাড়া কোন বিকল্প নাই – হাবিবুর রহমান মালেক
স্বরুপকাঠী উপজেলার ৮নং সমুদয়কাঠী ইউনিয়নে আওয়ামীলীগ’র জনসভা
সজিব হোসেন : স্বরুপকাঠী উপজেলার ৮নং সমুদয়কাঠী ইউনিয়নে আওয়ামীলীগ’র আয়োজিত এক জনসভায় উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব হাবিবুর রহমান মালেক মেয়র পিরোজপুর পৌরসভা সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এ্যাড: হাকিম সহ জেলা আওয়ামীলীগ’র সদস্য জননেতা আলহাজ্ব ইসহাক আলিখান পান্না জেলা পিরোজপুর জেলা ছাত্রলীগ’র সহ-সভাপতি সুমন সিকদার ছানাউল্লাহ্ ছানা যুগ্ম-সাধারণ-সম্পাদক ইফতেখার মাহমুদ সজল সহ জেলা ছাত্রলীগ’র নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্বরুপকাঠী উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি সম্পাদক ছাত্রলীগ’র সভাপতি বাবু রনি দত্র জয় সাধারণ সম্পাদক ইবু সহ সকল নেতাকর্মী। এছাড়া কাউখালী উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি সাহ্ কাইয়ুম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। আরো ছিলেন, কাউখালী উপজেলা ছাত্রলীগ’র সভাপতি মৃদুল আহম্মেদ সুমন সহ-সভাপতি কাওছাড় জামিল দ্বিপ মিরাজ জোমাদ্দার সাধারন-সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত সহ সকল নেতাকর্মী। বক্তিতায় জননেতা হাবিবুর রহমান মালেক নৌকার সাথে থাকতে বলেন এবং নৌকার পক্ষে ভোট চান। তিনি আরো বলেন, পিরোজপুরের উন্নয়নে নৌকা ছাড়া কোন বিকল্প নাই।