বীরপ্রতীক তারামন বিবি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও নিভৃতচারী দেশপ্রেমিক
বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রীর শোক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির (৬২) মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বীরপ্রতীক তারামন বিবি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও নিভৃতচারী দেশপ্রেমিক। ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার তারামন বিবিকে বীরপ্রতীক খেতাব দিলেও তাঁকে খুঁজে পেতে সময় লেগে যায় দীর্ঘ ২২ বছর। তাঁর মৃত্যুতে এদেশ মহান মুক্তিযুদ্ধের এক বীর সেনানীকে হারাল। মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের জন্য বাঙালি জাতি তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি (৬২) গত শুক্রবার (৩০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামের তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি তাঁর ডায়াবেটিস ও হার্টের সমস্যাও ধরা পড়ে।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকেগভীর শ্রদ্ধাঞ্জলী।