|
খুলনা-গাজীপুরের মতো বরিশালেও ভোট ডাকাতি হতে দেয়া হবে না
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ন্যায়ের বিজয় হবেই হবে-সরোয়ার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খুলনা-গাজীপুরের মতো বরিশালেও ভোট ডাকাতি হতে দেয়া হবে না। স্বৈরাচার সরকারের অন্যায়-জুলুম এদেশের মানুষ আর মেনে নেবে না। ন্যায়ের বিজয় হবেই হবে। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার নিউজ এডিটরস্ কাউন্সিলর বরিশালের সাথে মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের সমর্থিত মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার এ কথা বলেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়নের দাবী করে তিনি বলেন, স্বৈরতন্ত্রের অগ্রাসনে সাংবাদিকসহ কেউ বাদ যাচ্ছে না। আজ তারা খুন ও গুম হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় সরকারের অধীনে হলেও জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীণে হতে দেয়া হবে না। সিটি কর্পোরেশন নির্বাচন সংসদ নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে। তাই সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যাক্ত করেন তিনি। খুলনা-গাজীপুরের মতো বরিশালেও ভোট ডাকাতি হতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থীর পিতা এখানকার মন্ত্রী পদমার্যাদা নিয়ে চলাচল করেন। আইন-শৃঙ্খলা বাহীনিকে নিয়ে যা খুশি করতে পারেন। গণমাধ্যমের উপর আস্থাশীল জাতীয় সংসদের সাবেক হুইপ সরোয়ার আরও বলেন, লেখুনির মাধ্যমে সমাজ থেকে যেমন কুসংস্কার দূর করে গণমাধ্যম, ঠিক তেমুনি নির্বাচনে যা ঘটবে সাংবাদিকদের পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। বরিশাল সদর আসন থেকে বারবার নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ন্যায়ের বিজয় হবেই হবে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নগরীর উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পন্ন করতে পারিনি। উন্নয়নের ধারাবাহিকতা ও আধুনিক বরিশাল নগরী গড়ে তুলতে নগরবাসীর কাছে দোয়া চান সাবেক এই সাংসদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রাকিব, কোষাধ্যক্ষ রিপন হাওলাদার, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, খোলাফত মজলিসের মেয়র প্রার্থী (সদ্য প্রত্যাহার করা) অধ্যাপক একেএম মাহবুব আলম, বরিশাল জেলা খেলাফত মজলিসের সভাপতি নুরুল আলম পারভেজ, সাংবাদিক নাসিমুল হক, মো: আরিফ হোসেন, হুমায়ন কবির রোকন, সাইদ পান্থ, তন্ময় তপু প্রমুখ।

Post Views:
১,৭৫৭
|
|