Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সুন্দর থাকতে প্রতিদিন কুকুরের মূত্রপান করেছেন লিনা নামের এক তরুণী 
Saturday January 16, 2021 , 1:51 pm
Print this E-mail this

মূত্র একটি বর্জ্য পদার্থ, তার যদি অতই গুণ থাকবে, তা হলে শরীর কেন তাকে ত্যাগ করবে?

সুন্দর থাকতে প্রতিদিন কুকুরের মূত্রপান করেছেন লিনা নামের এক তরুণী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য আর সৌন্দর্য বজায় রাখতে চেষ্টার কমতি থাকে না অনেকের। কেউ ব্যবহার করেন নানা ওষুধ, কেউবা ব্যয়াম করে ঘাম ঝরান প্রতিদিন। এছাড়াও কেউ কেউ আরো বিচিত্র উপায় অবলম্বন করেন। আর আমাদের পাশের দেশ ভারতে তো রয়েছে গোমূত্র পানের চলে। কিন্তু কুকুরের মূত্রপানের কথা ভেবেছেন কখনো! শুনেই গা গুলিয়ে আসলেও বাস্তবে এটাই হচ্ছে। লিনা নামে এক মার্কিন তরুণী নিজের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত নিজের পোষা কুকুরের মূত্রপান শুরু করেছেন। ত্বক ঠিক রাখতে কুকুরের মূত্রকে প্রিয় পথ্য মনে করেন লিনা নামের এই তরুণী। এতে নাকি তার স্বাস্থ্য ভালো থাকে। তার মতে, অনেকেই তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। ত্বকের রহস্য জানতে চান। কিন্তু যখনই রহস্য প্রকাশ করেন সবাই নাক সিঁটকাতে থাকেন। এই মার্কিন তরুণীর ভাষায়, আগে তার ত্বক মোটেও ভালো ছিল না। তৈলাক্তভাব থাকত। ব্রণের সমস্যায় ভুগতেন তিনি। এক বন্ধু তাকে সেই সময় কুকুরের মূত্রপানের পরামর্শ দেন। শুরুতে সমস্যা হলেও ধীরে ধীরে এটিকে অভ্যাসে পরিণত করেন লিনা। তরুণীর দাবি, মূত্রতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও ক্যালসিয়াম রয়েছে। মূত্রপান করার ফলে তার মুখের ব্রণ সমস্যাও দূর হয়েছে। এতে ক্যানসারের মতো দূরারোগ্য ব্যধিও প্রতিরোধ সম্ভব বলে তার বিশ্বাস। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ্যাথির প্রচলন রয়েছে। তবে বার্মিংহামের বিএমআই প্রায়রি হাসপাতালের কনসালটেন্ট ইউরোলজিস্ট জাকি আলমাল্লাহ্’র মতে, মূত্র একটি বর্জ্য পদার্থ। তার যদি অতই গুণ থাকবে, তা হলে শরীর কেন তাকে ত্যাগ করবে?

সূত্র : ডেইলি মেইল




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা