প্রচ্ছদ » স্লাইডার নিউজ » সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত বরিশালের মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম
Monday November 5, 2018 , 8:51 pm
ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের মন জয় করে এগিয়ে চলছেন সামনের দিকে
সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত বরিশালের মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন বরিশাল সদর ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম। ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের অতি প্রিয় একটি মুখ হিসেবে নিজেকে পরিচিত করিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদান যেমনি ভাবে সাধারণ মানুষের কাছে স্পষ্ট তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই মহান নেতা বরিশালের কান্ডারী হবে এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর।সাধারণ মানুষ তাকে প্রার্থী হিসেবে দেখতে চায়। জাতীয সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও এখন তার কথা বলতে শুরু করেছে। অনেকেই বলছে বরিশালের উন্নয়নে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন এবার একজন বীর বিক্রমের নেতৃত্ব চায় মানুষ। অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেছেন মাহবুব উদ্দিন বীর বিক্রম একজন সৈনিক। আর এ সৈনিক যখন নেতৃত্ব দিবেন তখন তার নেতৃত্বই হবে শ্রেষ্ঠ। বরিশালের উন্নয়নে মাহবুব উদ্দিন বীরবিক্রমের বিকল্প নেই বলে জানিয়েছেন অনেকেই। বরিশাল ৫ আসনের প্রার্থী হিসেবে মাহবুব উদ্দিন বীর বিক্রমকে সমর্থন জানিয়েছে বরিশালের নগর সহ বিভিন্ন উপজেলাবাসী। ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের মন জয় করে এগিয়ে চলছেন সামনের দিকে। তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে মানুষ। ভোটারা বলছে আমরা এমন একজনের নেতৃত্ব চাই যিতি সাধারণ মানুষের হয়ে কথা বলবেন। তাদের সুখে দুখে পাশে দাঁড়াবেন। আর তেমনি এক নেতা হচ্ছেন মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। বরিশালের এই সৈনিক নিজের জীবনের কথা না ভেবে দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করছেন। বাকী জীবনে তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে চান। আর তাই প্রবীন বয়সের এই নেতাকে ঘিরে স্বপ্ন দেখছে যুবক থেকে বৃদ্ধরাও। তাকে দেখা মাত্র সবাই ছুটে এসে সৌজন্য সাক্ষাৎ করছেন। সকল বয়সের মানুষের সাথে তার এক আত্মার সম্পর্কের সৃষ্টি হয়েছে। তিনি চান সব বয়সের মানুষের সাথে থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে। সুত্র জানায়, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মাহবুব উদ্দিন বীর বিক্রম বরিশালে থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। ভোটাররাও তাকে ভালোবেসে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট প্রদান করেছে। সূত্র আরো জানায়, নৌকার বিজয় ছিনিয়ে আনতে মাহবুব উদ্দিন আহমেদের বিকল্প নেই। তাকে মনোনয়ন প্রদান করলে বরিশালের উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তিনি ছোট শিশুদের ভালোবাসে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করেছেন সবার অজান্তে। ঘোষণা দিয়ে নয় চুপি চুপি সাধারন মানুশেষর বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন সাহায্য সহযোগীতা। এমনই একজন নেতা বরিশাল সদর ৫ আসন থেকে এমপি নির্বাচিত হবেন এমনটাই আশা বরিশালবাসীর। উল্লেখ্য, মাহবুব উদ্দিন বীরবিক্রম। তিনি ১৯৪৫ সালের ৩ জানুয়ারী বরিশালের সদর উপজেলার আমনতগঞ্জে জন্মগ্রহন করে। ১৯৬৭ সালে পুলিশের পিএসপি অফিসার পদে যোগদান করেন। ১৯৭১ সালে ঝিনাইদাহের মহকুমার জেলার পুলিশ প্রশাসক ছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহীনি গণহত্যা শুরু করলে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে। তিনি সরাসরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর বেশে লড়াই করেছিলেন।