|
নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রার্থণা করেন
সাদিক’র পক্ষে ভোট চাইলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌর মেয়র
সজিব হোসেন : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে ভোট চাইলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। রবিবার বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় হাবিবুর রহমান মালেকসহ পিরোজপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেন। নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে হাবিবুর রহমান মালেক বলেন, ‘নৌকা হচ্ছে উন্নয়নের প্রতিক। বরিশালের উন্নয়নের জন্য নৌকার বিকল্প নাই।’ তাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে সাদেক আব্দুল্লাহকে জয়ী করতে সকলের প্রতি আহবান জানান। বিকালে বরিশাল ক্লাবে বরিশালস্থ উজিরপুর সমিতির আয়োজনে সাদেক আব্দুল্লাহর সাথে মতবিনিময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেক। এর পরে তার নেতৃত্বে পিরোজপুরের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। ওই প্রচারণায় অংশ গ্রহণ করেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সহসভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদস্য মতিউর রহমান সরদার, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, প্রচার সম্পাদক খান মোঃ আলাউদ্দিন, তথ্য গবেষণা সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, সদস্য এ্যাড: এম মতিউর রহমান, সদস্য আমিরুল ইসলাম মিলন, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, যুবলীগ নেতা আজাদ আল শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, ফয়সাল মাহবুব শুভ, সাবেক ভিপি মাসুদ আহমেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন সিকদার, সানাউল্লাহ সানা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু, পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ভিপি বায়জিদ আহমেদ ও তৌকির আহম্মেদ সীমান্ত কাউখালী উপজেলা ছাত্রলীগ প্রমুখ। কাউখালী উপজেলা ছাত্রলীগ এর সাধারণ-সম্পাদক সহ অনেকে এসময় নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রার্থণা করেন।

Post Views:
১,৩৭৯
|
|