Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সরকার জিয়া পরিবারকে মাইনাস করে রাজনীতি সফল করতে চায়-সরোয়ার 
Thursday November 1, 2018 , 6:47 pm
Print this E-mail this

এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এদেশে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না

সরকার জিয়া পরিবারকে মাইনাস করে রাজনীতি সফল করতে চায়-সরোয়ার


শামীম আহমেদ : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমান সরোয়া বলেন, বর্তমান ভোটার বিহীন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী জিয়া পরিবারকে মাইনাস করে তার রাজনীতি সফল করতে চান। এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এদেশে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না। আজ এ দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। সরোয়ার আরো বলেন, এক সময়ে কথা ছিল আমার ভোট আমি দেব যাবে খুশি তাকে দেব। এখন সেই কথা এড়িয়ে সরকার দেশে তৈরী করেছে আমার ভোট আমি দেব সেই সাথে আপনার ভোট আমি দিয়ে দেব, যা বরিশাল সিটি নির্বাচনে উদাহারন সৃষ্টি করেছে। সরকার বিরোধীদলকে শান্তিপূর্ণ অনশন কর্মসীচি পালন করতে দেয় না সেখানে সংলাপে কোন সুফল বয়ে আসতে পারে না। বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিরোদ্বে ফরমায়েসী রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি অংশের দলীয় নেতা-কর্মী বিহীন প্রতিকী অনশন কর্মসূচি পালনে ব্যার্থ হয়ে তিনি বিভিন্ন মিডিয়াসহ তার বক্তৃতায় একথা বলেন। এসময় সীমিত আকারের প্রতিকী অনশন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদূল হক চাঁন, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপি সহ-সভাপতি এ্যাড. আখতার হোসেন মেবুল, বিএনপি নেতা এ্যাড. আলি হায়দার বাবুল, এ্যাড. মহসিন মন্টু, মহানগর মহিলাদল নেত্রী তাছলিমা শরীফ কালাম পলি, শামীমা আকবর প্রমুখ। সরোয়ার অনশন কর্মসূচিতে আরো অভিযোগ করে বলেন, আজ দেশে একটি গুরুত্বপূর্ণ দিন আজও পুলিশ আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালনে বাঁধা প্রদান করছে। সরকার যদি মনে করে থাকেন কাউকে বাদ দিয়ে সংলাপ সফল হবে তা এদেশের মাটিতে কোনদিনই সফল হবে না। তিনি আরো বলেন, আজকে পুলিশ বাহিনী আমাদের সাথে যে ব্যবহার করছে এ থেকে আওয়ামীলীগ দেশবাসীর কাছে চিহ্নিত হয়ে থাকবে। এরপূর্বে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়, টাউনহলের দুটি গেটসহ নগরীর ফকিরবাড়ি, প্রেস ক্লাব গলি, কাটপট্রি ও আশপাশে বিপুল পুলিশ মোতায়েন করেন। এছাড়া অনশন কর্মসূচি পালনের জন্য দলীয় কার্যলয়ের সামনে টানানো সামিয়ানা খুলে ফেলেন পুলিশ। অপরদিকে দলীয় কার্যলয়ে প্রবেশের মুখ টাউনহলের দুটি গেটে দাড়িয়ে থাকা পুলিশ বাহিনী বিএনপি দলীয় ও অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীকে ভিড়তে দেয়নি। এমনকি দলীয় কার্যলয়ে প্রবেশের সময় জেলা ও মহানগরের নেতারা তাদের হাতে বাধাগ্রস্থের শিকার হন।




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার