ধানের শীষের পক্ষে দলীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বিরামহীনভাবে প্রচার চালিয়ে যাচ্ছে
সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা আচরনবিধি লংঘন করে প্রচারণা চালাচ্ছে-সরোয়ার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি নির্বাচনের সময় যত কমে আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থী ও তার সমর্থক দলীয় নেতা-কর্মীরা প্রচার-প্রচারণার জন্য ছেড়ে ঘড় থেকে বাহিরে বের হয়ে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র (ধানের শীষ) মনোনিত মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রতিদিনের ন্যায় সারাদিন নগরী ঘুরে ঘুরে ধানের শীষ প্রতীকের মার্কার জন্য ভোট কামনা করেন তিনি সহ দলীয় লোকজন। গণসংযোগের পাশাপাশি করে যাচ্ছন ওঠান বৈঠক। অন্যদিকে সকল প্রার্থীর মত ধানের শীষ প্রতীকের জন্য নগর জুড়েও চলছে মাইকিং। রবিবার দুপুরে নগরীতে গণসংযোগকালে গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, নির্বাচন আচরণবিধি সর্বজন বিদিত নয়। এই সুযোগে সরকার দলীয় প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নগরীতে প্রচার করে যাচ্ছে, তারা বাড়তি সুযোগ নিচ্ছে। সরোয়ার নির্বাচনের দিন প্রসাশনের নিরপক্ষ দায়ীত্ব পালন সহ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত না হয় সে জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেন। ধানের শীষের মনোনিত প্রার্থী সরোয়ার ধানের শীষের কর্মীদের সাথে নিয়ে সকালে নগরীর হাটখোলা, উত্তর আমানতগঞ্জ, স্ব-রোডের সোনালী আইসক্রিমের মোড়, পলাশপুর সহ নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ করেন। এছাড়া ধানের শীষের পক্ষে দলীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বিরামহীনভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।