|
পুলিশি সেবাকে সহজতর উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মতবিনিময় সভা
সবার সহযোগিতা নিয়ে বরিশালকে মডেল মেট্রোপলিটন বানাতে চাই : পুলিশ কমিশনার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বারের সাথে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আগষ্ট ৩) বেলা সাড়ে ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশি সেবাকে সহজতর উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ নানান বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে এ সময় পুলিশ কমিশনার বলেন, আমি যেখানেই চাকরি করি, সেই এলাকাকে আমার নিজের এলাকা মনে করি। আমি নিজেকে সব সময়ই ভুক্তভোগী পরিবারের একজন সদস্য মনে করে দায়িত্ব পালন করি। বিএমপির সকল সদস্যসহ আপনাদের সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমি বরিশালকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই।
এ সময় গণমাধ্যমকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার নিকট তাদের মতামত তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেনসহ বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Post Views:
৩৫৭
|
|