Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ২৩, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সবজি বিক্রির টাকায় মসজিদ নির্মাণ করলেন হারুন 
Saturday April 6, 2024 , 4:21 pm
Print this E-mail this

ভ্যানগাড়িতে করে ৩০ বছর ধরে সবজি বিক্রি করেন তিনি

সবজি বিক্রির টাকায় মসজিদ নির্মাণ করলেন হারুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভ্যানগাড়িতে করে ৩০ বছর ধরে সবজি বিক্রি করেন হারুন অর রশীদ হাওলাদার (৬৮)। এই সবজি বিক্রির টাকায় তার ছয় সদস্যের সংসার চলতো। তার আশা ছিল হজ করার এবং একটি মসজিদ নির্মাণ করার। তাই কষ্টার্জিত কিছু অর্থ জমিয়েছিলেন হজ করার জন্য। পরে তিনি চিন্তা করলেন যে হজ করলে একার সওয়াব হবে, কিন্তু মসজিদ নির্মাণ করলে এলাকার সবাই এখানে নামাজ পড়তে পারবে। পরে সেই টাকা দিয়ে তিনি নির্মাণ করলেন শাহী জামে মসজিদ। হারুন অর রশীদ হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর এলাকার মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি জানান, সবজি বিক্রি করে অল্প অল্প টাকা জমিয়ে রামপুর এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছি। এই এলাকার আশপাশের অনেক গ্রামে কোনো মসজিদ না থাকায় আমাদের বাউকাঠি বাজারে গিয়ে নামাজ পড়তে হয়। অনেক সময় ঝড়-বৃষ্টিতে এখানকার মুসল্লিদের নামাজ পড়তে যেতে কষ্ট হয়। তাই এই মসজিদের মাধ্যমে আমাদের এখানকার মানুষের কষ্ট কমে যাবে। হারুন হাওলাদার আরও জানান, শুরু থেকে এই মসজিদ নির্মাণে কারও কোনো সহযোগিতা নেওয়া হয়নি। এখনও অনেক কাজ বাকি রয়েছে। যেমন: মসজিদের টাইলস, অজুখানা, ঘাটলা, ফ্যান, মাইক, মসজিদের সামনে একটা বারান্দা। এছাড়া হুজুরের থাকার জন্য একটা রুম করতে হবে। যদি কেউ সহযোগিতা করে, তাহলে বাকি কাজগুলো করতে পারবো। মসজিদের মুসল্লি জাহাঙ্গীর হোসেন ও মিজানুর রহমান বলেন, আমাদের আশপাশে কোনো মসজিদ ছিল না। যে মসজিদ আছে সেখানে যেতে-আসতে ২০ টাকার বেশি খরচ লাগে। হারুন ভাই আমাদের এখানে মসজিদ করায় আমাদের নামাজ পড়তে যেতে কষ্ট হবে না। আমরা তার জন্য দোয়া করি। এ বিষয়ে ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল কাইউম বলেন, বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তার মতো একজন সবজি বিক্রেতা মসজিদ নির্মাণ করেছেন, এটা আসলেই একটি ভালো উদ্যোগ। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।




Archives
Image
চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ড. ইউনূস
Image
বাংলাদেশের কঠোর সিদ্ধান্তের পরেই নতুন ঘোষণা ভারতের
Image
স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন : ইসি মাছউদ
Image
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
Image
বরিশালে অটোর চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ