মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সধারন সম্পাদক ফোরকান আলী, সাংগঠনিক সম্পাদক মাহাতাব ইসলাম মহসিন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজল চৌধুরী এবং ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকীর উপর আওয়ামী লীগ ও যুবলীগের লেজুর ভিত্তিক কিছু নেতা কর্মীর হামলায় গুরুতর আহত হয় বিগত ২৬ আগষ্ট। সেই হামলায় উপজেলা ছত্রলীগের সম্পাদক ফোরকান আলী প্রথমে বানারীপাড়া, তারপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন ছিল অনেকদিন। কিন্ত তার অবস্থার কোন পরিবর্তন না হলে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা পঙ্গু হাসপাতালে। সেখানে চিকিৎসার পর এখন কিছুটা সুস্থবোধ করছে বলে জানা যায়। ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে সেখানে দেখতে যান সাবেক ছাত্রলীগের নেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয় প্রত্যাশী সৈয়দা রুবিনা মীরা। উল্লেখ্য, ২৬ আগস্ট রবিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান হাওলাদার’র ওপর মাইনুল ইসলাম রুমন’র নেতৃত্বে আসামীরা মটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় ফোরকানের সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী হামলার শিকার হন।