Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সন্তানদের তালাবদ্ধ করে কাজে আসা ফিরোজকে রিকশা দিলেন তথ্যমন্ত্রী 
Wednesday August 30, 2023 , 7:31 pm
Print this E-mail this

স্যার মানবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন এজন্য তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ-ফিরোজ

সন্তানদের তালাবদ্ধ করে কাজে আসা ফিরোজকে রিকশা দিলেন তথ্যমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্ত্রী বেঁচে না থাকায় দুই সন্তানকে ঘরে তালাবদ্ধ রেখে অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রনি সিকদার ফিরোজ। সেই ফিরোজকে একটি ব্যাটারিচালিত নতুন রিকশা উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে সন্তানদের নিয়ে ভালো খাবার খাওয়ার জন্য নগর ৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন তিনি। বুধবার (আগস্ট ৩০) বিকেলে বরিশাল সার্কিট হাউজের সামনে আনুষ্ঠানিকভাবে এ রিকশা তুলে দেন বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় লস্কর নুরুল হক বলেন, সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকশাচালক ফিরোজের বিষয়টি চোঁখে পড়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির। তখনই জীবিকার সুবিধার্থে এবং একটু ভালো থাকার প্রত্যাশায় তাকে একটি রিকশা কিনে দেওয়ার জন্য মনস্থির করেন তথ্যমন্ত্রী। যার ফলশ্রুতিতে মন্ত্রীর দেওয়া এই রিকশাটি আমি ফিরোজকে বুঝিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, এরইমধ্যে ফরিদপুরের এক ভদ্রলোক ফিরোজকে একটি রিকশা কিনে দিয়েছেন, যেটি তিনি বর্তমানে নিজেই চালাচ্ছেন। আর আজকের এই রিকশাটি চালিয়ে হোক আর ভাড়া দিয়ে হোক তিনি অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন। রিকশাটি ছাড়াও তথ্যমন্ত্রী সন্তানদের নিয়ে ভালোমন্দ খাওয়ার জন্য ফিরোজকে ৫ হাজার টাকা দিয়েছেন, সেটিও আমি তার হাতে তুলে দিয়েছি। তথ্যমন্ত্রীর কাছ থেকে রিকশা পেয়ে উচ্ছ্বসিত ফিরোজ বলেন, সাংবাদিক ভাইদের কারণে একটু ভালোভাবে সন্তানদের নিয়ে থাকার ব্যবস্থা আমার হয়েছে। আমি ভাড়া নিয়ে রিকশা চালাতাম। তখন যে উপার্জন ছিল তার থেকে ভালো থাকতে পারবো, সন্তানদের মুখে হাঁসি ফোটাতে পারবো। তথ্যমন্ত্রী স্যার মানবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন এজন্য তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আর এর আগে ফরিদপুরের যে ভাই আমাকে একটি রিকশা দিয়েছেন তাকেসহ যারা ২-১ হাজার করে আর্থিক সহযোগিতা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা