প্রচ্ছদ » স্লাইডার নিউজ » সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে বানারীপাড়া ৩জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায়
Wednesday January 17, 2018 , 9:10 pm
বানারীপাড়া ৩টি ওয়ার্ডে ৩টি মনোনয়ন পত্র জমা পড়ে
সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে বানারীপাড়া ৩জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায়
বর্তমান সরকার তৃনমূল পর্যায়ে নেতৃত্ব পৌঁছে দিয়ে উন্নয়ন তরান্বিত করতে এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত করতেই এ উদ্যোগ গ্রহণ করেছিলেন ২০১৫ সালের ১৫ জুন। সে সময় যারা নির্বাচিত হয়েছিল এই প্রায় ৩ বছরে সরকারী কোন সন্মানী ভাতাও পায়নি। সেই বানারীপাড়া উপজেলায় আবারো আটটি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে ৩টি ওয়ার্ডে নির্বাচনের তফসিল ঘোষনা করে যার মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল গত মঙ্গল বার ৫টা পর্যন্ত। বানারীপাড়া ৩টি ওয়ার্ডে ৩টি মনোনয়ন পত্র জমা পড়ে। ১নং ওয়ার্ডে বিশারকান্দি ইউনিয়নের মহিলা সদস্য হেলেনা, ২নং ওয়ার্ডে চাখার ইউনিয়নের সাহিদা রহমান এবং ৩নং ওয়ার্ডে সলিয়াবাকপুর ইউনিয়নের মোসা: তাসলিমা আক্তার রানু মনোনয়ন পত্র জমা দেন। গতকাল ছিল মনোনয়ন পত্র বাছাই। ৩ জনেরই মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করা হয়। এখানে কোন ওয়ার্ডেই আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বানারীপাড়া উপজেলায় ব্যালট যুদ্ধ আর হচ্ছে না।