প্রচ্ছদ » স্লাইডার নিউজ » সংবাদ প্রকাশের পর ইউএনও’র হস্তক্ষেপে শিকল বন্দি শাহিনকে শেবাচিমে ভর্তি
Tuesday October 3, 2017 , 7:24 pm
১৭ বছর থেকেই শাহিনকে তাদের বসত ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির সাথে শিকলে বেঁধে রাখা হয়
সংবাদ প্রকাশের পর ইউএনও’র হস্তক্ষেপে শিকল বন্দি শাহিনকে শেবাচিমে ভর্তি
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবশেষে শিকল বন্দি শাহিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংবাদ মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় শিকলে বন্দি শাহিনের পশ্চিম রহমতপুর গ্রামের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বিকেলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এ্যাম্বুলেন্সযোগে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।ইউএনও দীপক কুমার রায় জানান,পত্রিকার প্রকাশিত সংবাদ দেখে তাৎক্ষনিক তার সাথে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট টিপু সুলতান মোবাইল ফোনে যোগাযোগ করেন।পরে অসুস্থ্য শাহিনকে উন্নত চিকিৎসার জন্য সাংসদ শেবাচিম হাসপাতালের পরিচালক এসএম সিরাজুল ইসলামের সাথে কথা বলে ভর্তির ব্যবস্থা করেন।বর্তমানে অসুস্থ্য শাহিনের সাথে তার মা হনুফা বেগম রয়েছেন।উল্লেখ্য,উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের পুত্র শাহিন (১৮) মাত্র এক বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়।ওইসময় স্থানীয় এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শাহিন প্রানে বেঁচে গেলেও কিছুদিন পরেই শুরু হয় তার অস্বাভাবিক আচরন।দিনে দিনে তার এ আচরনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় গত ১৭ বছর থেকেই শাহিনকে তাদের বসত ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির সাথে শিকলে বেঁধে রাখা হয়।