Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংঘর্ষ এড়াতে ইজতেমা মাঠ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত সাদপন্থীদের 
Wednesday December 18, 2024 , 1:31 pm
Print this E-mail this

মুসলমান মুসলমানের মারামারি এটা একেবারে ঠিক হয়নি-রেজা আরিফ

সংঘর্ষ এড়াতে ইজতেমা মাঠ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত সাদপন্থীদের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। সেই সঙ্গে ময়দান দখল নিয়ে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাঁচ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মাওলানা সাদের অনুসারী রেজা আরিফ। রেজা আরিফ বলেন, আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সব কথা রেখেছি। এবারো আমরা সরকারের সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা যার যার মত করে চলে যাব। কামারপাড়া দিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যাবতীয় সহযোগিতা করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে ঘটনা ঘটেছে, অবশ্যই আমরা মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা হয়েছে, অনুচিত হয়েছে। মুসলমান মুসলমানের মারামারি এটা একেবারে ঠিক হয়নি। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। সাদপন্থীদের সঙ্গে বৈঠকের পর জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত রয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত
Image
বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী