Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র 
Thursday March 20, 2025 , 12:41 pm
Print this E-mail this

দেশে ইসলামি উগ্রপন্থা বাড়ছে এবং একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে

সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ট্যামি ব্রুসে কাছে জানতে চাওয়া হয়-মার্কিন গোয়েন্দা প্রধান টুলসি গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশে ইসলামি উগ্রপন্থা বাড়ছে এবং একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। যদিও তিনি সরাসরি মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেননি, তবে ইউনুস এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন এবং বলেছেন এগুলো সত্য নয়। তবে ঠিক গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের খেলাফতপন্থী সমাবেশ হয়েছে।যুক্তরাষ্ট্রের এই চলমান উদ্বেগের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র কী ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে? জবাবে ব্রুস বলেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা বৈষম্যের ঘটনাকে জোরালোভাবে নিন্দা করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে, তা আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা পরিস্থিতি নজরদারি করছি, এবং আমাদের প্রত্যাশা থাকবে, নিরাপত্তা ও স্থিতিশীলতার এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের