মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরিশালের দোকান কর্মচারীরা। শুক্রবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সদর রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি স্বপন দত্ত, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার আকন, সিপিবি বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ প্রমুখ। বক্তারা বলেন, শ্রম আইনের ২১০ ধারা মোতাবেক উত্থাপিত দাবিনামা বরিশালে দোকান মালিকদের কাছে তুলে ধরা হয়েছিল। দোকান মালিক আশ্বস্ত করলেও আজ অব্দি শ্রমিকদের সেই দাবি বাস্তবায়ন করা হয়নি। দোকান কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বই, সপ্তাহে দেড়দিন ছুটি, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবি জানান তারা। অন্যথায় এসব যৌক্তিক দাবি দাবা বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁমিয়ারি দেন শ্রমিক নেতারা।