|
২৯ আগষ্ট আদালতের নির্দেশে মালেক শিয়ালীর বসত নির্মিত ঘর ভাংচুর ও গাছপালা কেটে ফেলে
শেষ পর্যন্ত খোলা আকাশের নিচে ঠাঁই মিললো বরিশালের ইউসুফের
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে এক অসহায় দুস্থ পরিবারের জমি দখল নিয়েছে বিএনপি জামাত সমর্থক ভুমিদস্যু ইউসুফ সিকদার (৬৫) বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা দায়ের করে ভুয়া কাগজপত্র দেখিয়ে উক্ত জমি দখল করেছে বলে অভিযোগ করেছে পৈত্রিক সুত্রে জমির মালিকানা দাবীদার মিন্টু শিয়ালী। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের আইচা গ্রামে। ভুক্তভোগী পরিবারটির লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। মামলা সুত্রে জানাগেছে, মালেক শিয়ালীর পৈত্রিক ভোগ দখলীয় সম্পত্তি একই এলাকার ইউসুফ চৌকিদার নিজের ক্রয়কৃত সম্পত্তি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় বরিশাল সিনিয়র সহকারী জজ আদালত উক্ত জমি থেকে দখল নেয়ার জন্য নোটিশ করে। পরে গত ২৯ আগষ্ট আদালতের নির্দেশে মালেক শিয়ালীর বসত নির্মিত ঘর ভাংচুর ও গাছপালা কেটে ফেলে। পরবর্তীতে এঘটনায় মালেক শিয়ালীর পুত্র মিন্টু শিয়ালী (৩৫) বাদী হয়ে ৯ জনকে আসামী করে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামীরা হলেন, ইউসুফ চৌকিদার, মাইনুদ্দিন চৌকিদার, লাল চৌকিদার, খোকন মাঝি, মাইনউদ্দিন চৌকিদার, ইউনুস সরদার, মতলেব খাঁ, বেলাল খা, আমিনুল খাঁ, টিটু। মামলা সুত্রে জানাগেছে, গত ২৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে বিবাদীরা তার লোকজন নিয়ে তফসিল ভুক্ত সম্পত্তিতে অনুপ্রবেশ করে ঘর উত্তোলনের চেষ্টা করে। এতে মামলার বাদী মিন্টু শিয়ালী বাঁধা দিলে তাকে প্রাণনাশের হুমকী প্রদান করে। এবিষয়ে মামলার বাদী মিন্টু শিয়ালী বলেন, বরিশাল সদর জে.এল.নং ৯০ মৌজাঃ আইচা, এস.এ খতিয়ান নং ২৯৯নং দাগের ২.৬১ বি.এস ডি.পি ২৫৯ নং খতিয়ানের বি.এস হাল ৭৫, ৭৬, ১০১, ১০২ নং দাগে মোট জমির পরিমান৮.৯৩ একর থেকে ৫৬ অংশে ৫২ শতাংশ ভোগ দখলিয় সম্পত্তি আমার বাবা মালেক শিয়ালী’র প্রৈত্রিক সম্পত্তি। কিন্তু ইউসুফ চৌকিদার আমাদের দাগের সম্পত্তি নিজের বলে আদালতে মামলা দায়ের করে আমাদের ঘর থেকে বিতারিত করে। তবে আমাদাল থেকে কর্মকর্তারা এসে আমাদের বলে তোমরা চলে যাও এই সম্পত্তি আদালতের রায়ে ইফুস চৌকিদারের। পরে আদালতের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউসুফ চৌকিদারের লোকজন আদাদের বসত বাড়ী ভেঙ্গে গুড়িয়ে দেয়। তিনি আরো বলেন, ইউসুফ চৌকিদার স্থানীয় বিএনপি জামায়াত সমর্থক। তারা সাধারন মানুষের জমি দখল করে মামলা’র মাধ্যমে নিজের দখলে নেয়। কেউ তাদের বাঁধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকীসহ মামলার ভয়ভীতি প্রর্দশন করে। এবিষয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কবীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা আদালতের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। উচ্ছেদের সময় আমিও সেখানে ছিলাম। কিন্তু কোন প্রকার নোটিশ আমরা পাইনি। এবিষয়ে আমি আদালত থেকে আসা কর্মকর্তাদের বলেছি তারা আমাকে বলেছে এটা আপনাদের জানানোর মত কোন বিষয় না, এটা আদালতের বিষয়। তিনি আরো বলেন, মালেক শিয়ালী দির্ঘদিন ধরে উক্ত জমিতে বসবাস করে আসছে। সরকারী তহবিল থেকে দুস্থদের ঘর উত্তোলনের জন্য তাদেরকে একটি ঘরও উঠিয়ে দেয়া হয়েছিলো। এ বিষয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, আমি শুনেছি বিষয়টি। তবে আমি বর্তমানে বরিশালের বাইরে থাকায় বিষয়টি সর্ম্পকে কোন কিছুই বলতে পারছি না।
Post Views:
১,৩৩১
|
|