প্রচ্ছদ » স্লাইডার নিউজ » শেখ হাসিনার কল্যাণে আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দেশ – আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি
Thursday October 19, 2017 , 9:39 pm
তরুন উদ্যোক্তা এস.এম জাকির হোসেন এর হাত ধরে বরিশাল প্রথম ডিজিটাল ক্যাবল টিভি
শেখ হাসিনার কল্যাণে আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দেশ – আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এম পি গতকাল বুধবার দক্ষিণাঞ্চলের একমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ও ডিজিটাল ক্যাবল টিভি ইউরোটেল বিডি ও ইউরো ডিজিটাল ক্যাবল টিভি অফিস পরিদর্শন করেন।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ আরও বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাত জানান,প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে আরও এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।আবুল হাসানাত আবদুল্লাহ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ও ডিজিটাল ক্যাবল টিভি ইউরোটেল বিডি ও ইউরো ডিজিটাল ক্যাবল টিভি’র কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।এমনকি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্নধর,কাউন্সিলর এস.এম জাকির হোসেন।এছাড়া অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ও ডিজিটাল ক্যাবল টিভি ইউরোটেল বিডি ও ইউরো ডিজিটাল ক্যাবল টিভির ইঞ্জিনিয়ার এবং কর্মকর্তারা।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।