Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৫, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শুভ জন্মদিন দিলরুবা আলম (সহ-ধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া) 
Saturday July 3, 2021 , 5:10 am
Print this E-mail this

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন

শুভ জন্মদিন দিলরুবা আলম (সহ-ধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া)


নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার (জুলাই ৩) সভানেত্রী পুনাক কুষ্টিয়া, দিলরুবা আলম’র (সহ-ধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম) শুভ জন্মদিন।

দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও ছাদ বাগানের প্রতি আগ্রহী করে তুলেছিলেন সদা হাস্যোজ্জল এই মানুষটি।

বরিশালে বাড়ির বারান্দা এবং আঙিনাতেও স্বল্প পরিসরে বাগান গড়ে তোলার স্বপ্নও দেখিয়েছিলেন এই মানুষটি। বরিশাল ছেড়ে কুষ্টিয়ায় অবস্থান করছেন এই পুলিশ দম্পতি। গাছের প্রতি ভালোবাসা থেকে ছাদ বাগানে কৃষি করে ব্যাপক সাফল্য পেয়েছেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ও তার স্ত্রী দিলরুবা আলম। ছোটবেলা থেকেই দু’জনের গাছ লাগানো ও গাছের পরিচর্যার প্রতি আগ্রহ ছিল। গৃহকর্তার চাকরির কারণে এ দম্পতি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভাড়াবাসায় বসবাস করলেও গাছের প্রতি ভালোবাসা কখনো কমেনি। বারান্দায় ছোট পরিসরে হলেও গাছ লাগিয়েছেন এবং তার পরিচর্যাও করেছেন। বিভিন্ন ফুল-ফলের পাশাপাশি ছাদ বাগানে ড্রাগন ফলেরও চাষ করেছেন পুলিশ দম্পতি। তিনি বরিশাল ছেড়ে চলে যাবার পর তার ছাদবাগানটি আজ শূন্য। এখন আর তার ছাদবাগানে শোনা যায় না সেই পাখিদের কিচিরমিচির শব্দ। রান্নায়ও তিনি কম পারদর্শী নন। তার রয়েছে D.K Eyes নামের নিজস্ব ইউটিউব চ্যানেল। আপনি চাইলেও ঘুরে আসতে পারেন তার এই ইউটিউব চ্যানেলটি থেকে। শিখতে পারেন ছাদবাগান গড়ে তোলার পাশাপাশি তার নানা জাদুময়ী রান্নার রহস্য।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন

 

Archives
Image
বরিশালে জাল টাকাসহ দু’জন আটক
Image
এসব কথিত ‘মডেল’ ও টিভিকর্মীকে টাকার বিনিময়ে ব্যবহার করতেন মিশু
Image
করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপার মো: মারুফ হোসেন
Image
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর খবর গুজব
Image
এবার রাজের বাসায় র‌্যাব’র অভিযান