Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শুক্রবার হাসপাতালে ডাক্তারা না থাকার রেওয়াজকে অনেকটা প্রতিষ্ঠিত করে গেলেন স্বাস্থ্য মহাপরিচালক 
Sunday September 26, 2021 , 12:10 pm
Print this E-mail this

শুক্রবার হাসপাতালে ডাক্তার থাকে না-কথাটা ঠিক নয়, শুক্রবার জুনিয়ার ডাক্তাররা থাকে, সিনিয়র ডাক্তারা অনকলে থাকবে

শুক্রবার হাসপাতালে ডাক্তারা না থাকার রেওয়াজকে অনেকটা প্রতিষ্ঠিত করে গেলেন স্বাস্থ্য মহাপরিচালক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, শুক্রবার হাসপাতালে ডাক্তার থাকে না-কথাটা ঠিক নয়। শুক্রবার জুনিয়ার ডাক্তাররা থাকে। সিনিয়র ডাক্তারা অনকলে থাকবে। সিনিয়র ডাক্তাররা সারাক্ষণ হাসপাতালে থাকবে না। মিডলেভেলের ডাক্তারাও শুক্রবার হাসপাতালে থাকবে না। ওইখানে থাকবে জুনিয়র ডাক্তাররা। যারা ইন্টার্ণ, যারা ট্রেনিং করছে তারা থাকবে সেখানে। কিন্তু অনকলে আসবেন ডাক্তাররা, যখন যাকে লাগবে তারা অনকলে আসবে। এটাই সারা দেশে চলছে। এ বিষয়ে অন্যান্য জায়গায়ও খোঁজ নিতে অনুরোধ করেন স্বাস্থ্য মহাপরিচালক। শনিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারি হাসপাতালে শুক্রবার ডাক্তারা না থাকার এই রেওয়াজকে এবার অনেকটা প্রতিষ্ঠিত করে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। শুক্রবার সরকারি ছুটির দিনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোন বড় কিংবা মিডলেভেলের ডাক্তার থাকেন না। ডাক্তার না থাকায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি ওই মন্তব্য করেন। বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে সম্মিলিত কোভিড ব্যবস্থাপনা ‘বরিশাল মডেল’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা: বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মনিরুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা: মো: মনোয়ার হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল