Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি 
Monday November 4, 2024 , 7:41 am
Print this E-mail this

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে পিএসসি কর্মকর্তা-কর্মচারীরা জড়িত

শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি গত জুলাইয়ে প্রকাশ্যে আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই ঘটনার পর তদন্তের জেরে কমিটি করে পিএসসির গতি স্থবির হয়ে যায়। এরই মধ্যে গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগ দেওয়া হয় সংস্থাটিতে। তাতেও স্থবিরতা কাটেনি। প্রায় চার মাস ধরেই পিএসসির অচলাবস্থা। এমন পরিস্থিতিতে আটকে থাকা বিসিএসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না। যে কারণে ৪৪তম বিসিএসের ভাইভা স্থগিত এখন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়া হয়নি আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও নেওয়া হয়নি। এর বাইরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কাজও রয়েছে। এবার আশার আলো দেখছে পিএসসি। কমিশনের এক দায়িত্বশীল নীতিনির্ধারক বলছেন, পিএসসিতে গতি ফিরছে। দ্রুতই আটকে থাকা তিন বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। পিএসসির ওই কর্মকর্তা বলেছেন, এতোদিন ৪ সদস্যের কোরাম ছিল। আর ছয় সদস্যের কোরাম না হলে পিএসসি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই সব বিষয় আটকে ছিল। তবে সুখবর হলো গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আরও পাঁচ সদস্য নিয়োগ পেয়েছেন। এতে পিএসসির সদস্য হলো ৯ জন। এখন কোরামে সিদ্ধান্ত নেওয়া যাবে। আটকে থাকা বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে পিএসসি। এ ছাড়া পিএসসি দ্রুত সভাও দেবে বলে জানান তিনি। এখন চলমান বিসিএসের মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের ভাইভা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাসহ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হতে হবে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা