|
প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান
শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের দাবীতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যাবস্থা জাতীয়করন, বার্ষিক ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, জনবল কাঠামো ২০১৮ সালের শিক্ষক বৃন্দের স্বার্থ বিরোধী ধারাগুলো বাতিল সহ “স্বাশিপ” কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু’র প্রাণনাশের হুমকী দাতাকে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সরকার সমর্থিত স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বরিশাল জেলা কমিটি। বুধবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ব্যাস্থতম সড়ক সদররোডে একর্মসূচি পালন করে। স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অধ্যাক্ষ মামুন-অর-রশীদ, অধ্যাপক কবির হোসেন, অধ্যক্ষ আবুল কাসেম, অধ্যক্ষ ফকরুল ইসলাম, অধ্যক্ষ তাহমিনা আক্তর, অধ্যক্ষ আফরোজা বেগম, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মজিবুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, রেহেনা বেগম, শাহ-জাহান খান, তমাল বিশ্বাস, অধ্যাপক গোলাম সরোয়ার, অধ্যাপক মামুন আকন, অধ্যাপক সুজাস, অধ্যাপক শহীদুল ইসলাম, অধ্যাপক আবদুল্লাহ্ আল মামুন সহ জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তারা বলেন, বেসরকারী স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষকদের শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের কোন বিকল্প নাই। অনতিবিলম্বে বার্ষিক ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণার বাস্তবায়ন করার দাবী জানান। অন্যথায় নির্বাচনকালীন পূর্বে যুগপযোগী আন্দোলন করা হবে। মানববন্ধন সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে।
Post Views:
১,২১২
|
|