Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শান্তি চুক্তির ২০ বছর পূর্তিতে বরিশালে আনন্দ র‌্যালি 
Sunday December 3, 2017 , 5:05 pm
Print this E-mail this

র‌্যালির মাঝে মাঝে সাউন্ড সিস্টেমের মাধ্যমে শান্তিচুক্তি নিয়ে তৈরি বিভিন্ন ধরনের গান পরিবেশন

শান্তি চুক্তির ২০ বছর পূর্তিতে বরিশালে আনন্দ র‌্যালি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পার্বত্য শান্তি চুক্তির বিশ বছর পূর্তি উপলক্ষে বরিশালে সমাবেশ ও আনন্দ র‌্যালি হয়েছে। রোববার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর ফজলুল হক অ্যাভিউনিউয়ের নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন হয়। সমাবেশ শুরুর আগে থেকেই নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড: গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুচ-এমপি, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: একেএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন, জেলা কমান্ডার মোখলেছুর রহমান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল প্রমুখ। সমাবেশ শেষে বেলা ১২ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সদররোড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জনস্রোতের পরিণত হওয়া র‌্যালির অগ্রভাগে রাখা হয় জীবন্ত হাতি, ঘোড়া ও পাহাড়ের প্রতিকৃতি যুক্ত গাড়ির বহর। এছাড়া র‌্যালির বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফেস্টুন, রং-বে-রংয়ের কাপড়, টুপি বাড়তি শোভা এনে দেয়। র‌্যালির মাঝে মাঝে সাউন্ড সিস্টেমের মাধ্যমে শান্তিচুক্তি নিয়ে তৈরি বিভিন্ন ধরনের গান পরিবেশিত হয়।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার