|
এমন আরো প্রযোজক ও পরিচালকেরা আছেন যারা শাকিব ও অপু উপরে তেমন খুশি নেই
শাকিব-অপুর বিরুদ্ধে মামলা হচ্ছে !
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হলো গত ১২ মার্চ। অবশ্য এর আগে থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে যান। এক ছাদের নিচে তো নয়ই, এমনকি একসঙ্গে কোনো চলচ্চিত্রেও আর কাজ করছেন না একসময়ের জনপ্রিয় এ জুটি ও সাবেক দম্পতি। তাদের এই সাম্প্রতিক বিচ্ছেদে বিপদে পড়েছেন অনেক প্রযোজক ও পরিচালক। অনেক অর্ধসমাপ্ত ছবিই আর করা সম্ভব হচ্ছে না শাকিব-অপুর এই ছাড়াছাড়ির কারণে। সেসব ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় নেওয়া হয়েছিল তাদের। ‘পাংকু জামাই’, ‘লাভ ২০১৪’, ‘মা’, ‘মাই ডার্লিং’ প্রভৃতি ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ করেও বাকি কাজ শেষ করা যাচ্ছে না শাকিব ও অপুর কারণে। তাই বিশাল অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন এসব ছবির প্রযোজকরা। সন্তান নিয়ে নায়িকা অপু বিশ্বাস প্রকাশ্যে আসার পর থেকেই শাকিব খান তার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছেন। একসঙ্গে ক্যামেরার সামনেও দাড়াচ্ছেন না। যার কারণে সম্পূর্ণ হচ্ছে না ওই সকল ছবিগুলোর বাকি কাজ। যার কারণে বিশাল অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন সেসব ছবির প্রযোজকরা। এ কারণে আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তা-ভাবনা করছেন অনেকে। ‘মাই ডার্লিং’ ছবির প্রযোজক মোহাম্মদ হিমেল বলেন,‘‘আমরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছি ছবিটি শেষ করার জন্য। ৭০ শতাংশ শুটিং শেষ করার পর হঠাৎ অপু বিশ্বাস হারিয়ে গেলেন, তারপর কিছুতেই উনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আবার বছরখানেক পর ফিরে এলেন বাচ্চাসহ। তারপর দেখি, শাকিব খান আর অপু বিশ্বাস একে অপরের সঙ্গে কথাও বলেন না। কিন্তু আমাদের কী হবে? আমরা এই ছবির জন্য এরই মধ্যে প্রায় দুই কোটি টাকা খরচ করেছি, যদি ছবিটি শেষ করতে না পারি, তবে পুরো টাকাটাই লস হিসেবে গণ্য করতে হবে। এটা প্রযোজক হিসেবে আমরা মেনে নেব না, এরই মধ্যে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আগামী দুদিনের মধ্যে আমরা ক্ষতিপূরণ চেয়ে দুজনের বিরুদ্ধে মামলা করব।’’ ‘মা’ ছবির পরিচালক কালাম কায়সার বলেন,‘‘আমরা ছবির শুটিং শুরু করার কিছুদিন পরই দেখি অপু বিশ্বাস নিখোঁজ। তারপর তো আর শুটিং করতে পারিনি। এখন যা অবস্থা, তাতে এতটুকু বুঝতে পারছি, উনারা আর একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন না। আমরা কাজ বন্ধ করে বসে আছি। আমার প্রযোজক এর পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর ছবি বানাবেন না, এরই মধ্যে কয়েকজন প্রযোজক মিলে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।’’ এমন আরো প্রযোজক ও পরিচালকেরা আছেন যারা শাকিব ও অপু উপরে তেমন খুশি নেই। আর তাই তারা তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির নিচ্ছে।
Post Views:
১,৯৪৪
|
|