Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শপথ আয়োজন করুন, নইলে আন্দোলন আরও কঠোর হবে : ইশরাক 
Thursday May 29, 2025 , 5:31 pm
Print this E-mail this

সরকারের কিছু উপদেষ্টা আমার ওপর বৈষম্যমূলক আচরণ করছেন : ইশরাক

শপথ আয়োজন করুন, নইলে আন্দোলন আরও কঠোর হবে : ইশরাক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবিলম্বে শপথ গ্রহণের আয়োজন করুন, অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এ কথা বলেন তিনি। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে নিয়ে শপথ গ্রহণ আয়োজনের ব্যবস্থা করুন। আর এটি আপনাদের (অন্তর্বর্তী সরকারের) শেষবারের মতো আহ্বান। এসময় ইশরাক বলেন, আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা আমার ওপর বৈষম্যমূলক আচরণ করছেন। তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করে শপথ আয়োজন করতে হবে স্থানীয় সরকার বিভাগকে। অন্যথায় উচ্চ আদালতে আদালত অবমাননার বিচার চাওয়া হবে। এর আগে নগরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে নগর ভবনে যান ইশরাক হোসেন। নগর ভবনে আন্দোলনকারী ঢাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ইশরাক হোসেনের আগমনে লাল গালিচা বিছিয়ে তাকে বরণ করে নেন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই তুমুল বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। টানা ১৫ দিনের মতো একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান করছেন তারা। ষাটোর্ধ্ব আন্দোলনকারী কালাম হাজী ক্ষোভের সঙ্গে বলেন, বৃষ্টিতে ভিজে আন্দোলনে আসছি। আর সরকার আমাদের নিয়ে মশকরা করছে। এই তামাশা মানবো না। দ্রুত দাবি মানুন, না হলে ঢাকা অচল করে দেব। ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান বলেন, এই আন্দোলন একেবারে যৌক্তিক। ইশরাককে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সরকার নাটক শুরু করেছে, কিন্তু আমরা কোনো নাটকের ধার ধারি না। এই কর্মসূচি থেকেও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু ইশরাক হোসেনের বিষয়ে সেই গেজেট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে আজ আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু