Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লাইভে এসে বিষপান করলেন ৩০ লাখ টাকা নিয়ে পালানো সেই মিম! 
Tuesday October 29, 2024 , 11:01 am
Print this E-mail this

ছয়টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘আফসানা ছাত্রী হোস্টেল’ নামে একটি মেস চালু করেন

লাইভে এসে বিষপান করলেন ৩০ লাখ টাকা নিয়ে পালানো সেই মিম!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফরিদপুরে বোর্ডারসহ বিভিন্নজনের কাছ থেকে ৩০ লাখ টাকা ধার নিয়ে পালিয়ে যাওয়া সেই মেস পরিচালক আফসানা মীম বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার (২৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার (২৬ অক্টোবর) ফেসবুক লাইভে এসে তিনি বিষপান করেন। নিহত আফসানা মীম মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের জনৈক মামুন মোল্লার মেয়ে। শহরের ঝিলটুলীতে একটি বহুতল ভবনের একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস পরিচালনা করতেন তিনি। গত বুধবার ভোরে তিনি কাউকে কিছু না বলে তার মালামাল নিয়ে আত্মগোপনে চলে যান। তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রচুর টাকা ঋণী হয়ে পড়েন বলে জানা যায়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাওনাদারেরা মামলাও দায়ের করেন। এরই মধ্যে শনিবার চট্টগ্রামের কোনো এক বন্ধুর বাসায় থাকা অবস্থায় তার স্বামী মোহাম্মদ সাব্বিরের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন মিম। কান্না জড়িত কণ্ঠে দেড় ঘণ্টা ধরে তিনি তার এই করুণ পরিণতির নানা কারণ তুলে ধরেন। তিনি এসময় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তার নানা চড়াই উতরাই পেরোনোর কথাও বলেন। এসময় তার কাছে কেউ টাকা পাবেন না বলে জানিয়ে তিনি কয়েকজনের নামোল্লেখ করে তাদের কারণেই তার এই পরিণতি বলে জানান। তিনি মেসের বোর্ডারদের নিজের মেয়ের মতো বলে উল্লেখ করে তাদের অনেক ভালোবাসতেন বলে জানান। মীম হাতে বিষের বোতল নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ব্যবসাটা বড় হয়ে গেছে দেখে ওদের নজরে পড়ে গেছে। আজ ওরা আমাকে শেষ করে দিছে। ‘যারা আমাকে আমার ভালোবাসার মানুষ থেকে আজ দূরে সরিয়ে দিল, তোরা ওদের কাউকে ছাড়িস না।’ বেশ কয়েকজনকে তাঁর এই নির্মম পরিণতির জন্য দায়ী করে লাইভ ভিডিওতে থেকেই বিষপান করেন তিনি। এরপর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান বাবু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, প্রায় চার বছর আগে শহরের ঝিলটুলী মহল্লার ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি ১১ তলা ভবনের ছয়টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘আফসানা ছাত্রী হোস্টেল’ নামে একটি মেস চালু করেন মিম। ৬টি ফ্লাটের বিভিন্ন কক্ষে প্রায় ১২০ জন ছাত্রী/বোর্ডার রয়েছেন। একই বিল্ডিংয়ের আরেকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী ইমামুজ্জামান মিয়া ওরফে সাব্বিরকে নিয়ে সপরিবারে থাকতেন তিনি। গত বুধবার ভোরে হঠাৎ একটি হলুদ পিকআপভ্যান ও দুটি ভ্যানে করে তাঁর পরিবারের সব মালামাল নিয়ে আত্মগোপনে চলে যান মিম। মঙ্গলবার (২৯ অক্টোবর) গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে আফসানা মিমকে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ছাত্রী হোস্টেলের পরিচালক আফসানা মীমের উধাও হওয়ার ঘটনায় ওই বিল্ডিংয়ের মালিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মীম তাদের ২ মাসের ভাড়া না দিয়ে চলে গেছেন। এ বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন