Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার 
Thursday November 16, 2017 , 6:17 pm
Print this E-mail this

অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে

র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : র‌্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আব্বাস বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে।নিহতরা হলো,মোঃ ইউসুফ ফকির (৩৪) ও মোঃ রুহুল আমিন শেখ (৪৮)।অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।আজ (১৫-১১-১৭) বুধবার সকাল সাড়ে ৭ টায় থেকে সাড়ে ৮ টা পর্যন্ত সুন্দরবনের কাতলার খাল এলাকায় এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।বেলা সাড়ে ১২ টায় র‌্যাব-৮’র বরিশালের রূপাতলীস্থ কার্যলয় থেকে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।র‌্যাব-৮’র তথ্য সূত্রে জানাগেছে,র‌্যাবের বিশেষ গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্বাস বাহিনী সুন্দরবনের কাতলার খাল এলাকায় একটি অস্থায়ী আস্তানা রয়েছে বলে তথ্য পাওয়া যায়।এরই প্রেক্ষিতে আজ (১৫-১১-১৭) বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালায়।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যূরা গুলি ছুঁড়তে শুরু করে দেয়।পরে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।প্রায় ৪০ মিনিট উভয়ের মাঝে গোলাগুলি চলে।পরবর্তিতে গুলি বর্ষন বন্ধ হলে আভিযানিক দলটি তল্লাশী শুরু করে।প্রায় এক ঘন্টার উপরে তল্লাশী করে দলটি মোঃ ইউসুফ ফকির (৩৪) ও মোঃ রুহুল আমিন শেখ (৪৮) এর মৃতদেহ খুঁজে পায়।এসময় ঘটনাস্থান থেকে ১টি দোনালা বন্দুক,২টি একনালা বন্দুক,১টি কাটা রাইফেল,১টি এয়ার রাইফেল,২টি পাইপগানসহ ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।এছাড়া ১২৪ রাউন্ড বন্দুকের কার্তুজসহ দেশীয় ধাড়ালো অস্ত্র উদ্ধার করে।এঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।




Archives
Image
ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা : ফারুক ই আজম
Image
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান
Image
বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা : ভারতের কাছে জবাব চাওয়ার দাবি
Image
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
Image
বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ