Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » র‍্যাব বিলুপ্তি ও ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে যা বললেন ডিজি 
Thursday December 12, 2024 , 3:47 pm
Print this E-mail this

কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে

র‍্যাব বিলুপ্তি ও ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে যা বললেন ডিজি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : র‍্যাব বিলুপ্তির বিষয়ে র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। এছাড়া র‍্যাবের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, র‍্যাবের একটি নির্দিষ্ট আইন করার চিন্তা করছি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ৫ আগস্টের আগে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, এ বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যানালেও অনুসন্ধান শুরু হয়েছে। আমরা আশা করবো এ সংক্রান্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। র‍্যাব বিলুপ্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি র‍্যাবে কর্মরত আছি, আমাদের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। র‍্যাবের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। এক্ষেত্রে র‍্যাবের ইউনিফর্ম পরিবর্তন করবেন কি না জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, ইউনিফর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছি। তবে ইউনিফর্মের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটি এই ইউনিফর্ম পড়ে। একজন ভালো মানুষ যে ইউনিফর্মই পড়ুক তার কাছ থেকে ভালো কাজ পাবো আর খারাপ ব্যক্তির কাছ থেকে ভালো কিছু পাবো না। র‍্যাবের নির্দিষ্ট কোনো আইন নেই। আমরা র‍্যাবের একটি আইন করার চিন্তা করছি।সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় নিরাপত্তার ঝুঁকিতে পড়ে। এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক শহিদুর রহমান বলেন, সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকরা সবকিছু ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যদি কাজ না করতে পারেন তাহলে গণতান্ত্রিক দেশের প্রশ্ন থেকে যায়। সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক অগ্রাধিকার দেবো। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে মুফতি হান্নান, বাংলা ভাই ও শায়েখ রহমানসহ অনেক বড় বড় জঙ্গিকে গ্রেফতার করেছিল র‍্যাব। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে র‍্যাবের জঙ্গি গ্রেফতার ও অভিযান সাজানো নাটক। আপনারা এই জঙ্গি অভিযানকে নাটক বলছেন কি-না জানতে চাইলে র‍্যাব ডিজি শহিদুর রহমান বলেন, আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, আমরা দেখেছি। র‍্যাব জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও যাতে কোনোরুপ জঙ্গি তৎপরতা দেশে বিস্তার লাভ করতে না পারে এ বিষয়ে আমরা সচেষ্ট আছি, কাজ করে যাচ্ছি। সাংবাদিক সাগর-রুনী হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার তদন্তে আশানুরূপ ফল না হওয়ার কারণে আদালতকে অবহিত করি। আদালত এই মামলা তদন্তে একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে। এখানে আমরা সফলতা পাবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের বেশকিছু সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কমিশনে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে র‍্যাব কোনো সহায়তা করবে কিনা। জানতে চাইলে তিনি বলেন, আদালত এবং আইনের নির্দেশ মানতে বাধ্য। আমরা নিজেরাও চাইবো এই ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত হোক এবং বিচার হোক। এসময় উপস্থিত ছিলেন-র‍্যাব এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের