Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রোহিঙ্গা সন্দেহে বরিশালে ৪ নারী প্রতারক আটক 
Monday December 4, 2017 , 8:06 pm
Print this E-mail this

আটককৃতরা হলো – শিউলী বেগম, রিপন আক্তার, রোজিনা বেগম ও হামিদা বেগম

রোহিঙ্গা সন্দেহে বরিশালে ৪ নারী প্রতারক আটক


প্রতারণার মাধ্যমে আলফা-মাহিন্দ্রার এক নারী যাত্রীর গলার চেইন চুরি করার ঘটনায় ৪ নারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃতরা হলো – শিউলী বেগম, রিপন আক্তার, রোজিনা বেগম ও হামিদা বেগম। আটককৃতরা মিয়ানমারের রোহিঙ্গা বলে স্থানীয়রা দাবী করলেও পুলিশ বলছে প্রাথমিক সন্দেহ হচ্ছে তবে জিঙ্গাসাবাদ করে প্রকৃত তথ্য জানা যাবে। আজ (০৪-১২-১৭) সোমবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর রুপাতলীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাদের আটক করা হয়। রুপাতলীর হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মো. আবদুল রাজ্জাক স্ত্রী’র আজ (০৪-১২-১৭) বেলা ১২ টার দিকে নগরীর সদর রোডস্থ বিবির পুকুরপাড় থেকে একটি আলফা মাহিন্দ্রা যোগে রুপাতলীতে আসেন। পথি মধ্যে ওই চার নারী যাত্রী বেশে উঠেন। এক পর্যায় শিউলী বেগম নামের ওই নারী নিজেকে অসুস্থ্য বলে আবদুল রাজ্জাক স্ত্রী’র গায়ে ঢলে পড়েন। এসময় সে কৌশলে আবদুল রাজ্জাক স্ত্রী’র গলার সোনার চেইন চুরি করেন। এদিকে রুপাতলীতে মাহিন্দ্রাটি আসলে যাত্রীরা নেমে পড়লে আবদুল রাজ্জাক স্ত্রী তার গলায় সোনার চেইন দেখতে না পেয়ে ওই চার নারীর উপর সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা ওই চার নারীকে ধরে ফেলেন ও ব্যাগ তল্লাশী চালিয়ে সোনার চেইন উদ্ধার করেন। এ সময় ওই চার নারীকে স্থানীয়রা জিঙ্গাসাবাদ করলে তারা তাদের পরিচয় দেয়া নিয়ে বিপত্তিতে পরেন। কখনো বি-বারিয়া আবার কখনো কক্সবাজার জেলার বাসিন্দা বলে পরিচয় দেন। এমনকি জিঙ্গাসবাদে বাংলাদেশ সম্পর্কে তাদের তেমন কিছু জানা নেই বলে জানান মো. আবুল হোসেন। ঘটনাস্থানে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই মাহমুদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আটক ওই চার নারী রোহিঙ্গা। তবে থানায় নিয়ে তাদের আরো জিঙ্গাসাবাদ করা হবে। এছাড়া এ ঘটনায় আবদুল রাজ্জাক মামলা করলে তা গ্রহন করা হবে।

  • শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা