প্রচ্ছদ » স্লাইডার নিউজ » রেমালের তাণ্ডব : পিরোজপুরের কাউখালীতে নদীর পাড়ে ফেরি পানির নিচে
Tuesday May 28, 2024 , 10:57 pm
আরেকটি ফেরি দিয়ে ওই ফেরিটি নামাতে যান চালক, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা
রেমালের তাণ্ডব : পিরোজপুরের কাউখালীতে নদীর পাড়ে ফেরি পানির নিচে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রেমালের তাণ্ডবে পিরোজপুরের কাউখালী সোনাকুর ফেরিঘাটের একটি ফেরি নদীর কিনারে উঠে যায়। মঙ্গলবার দুপুরে আরেকটি ফেরি দিয়ে ওই ফেরিটি নামাতে যান চালক। এতে ফেরিটি সন্ধ্যা নদীতে পানির ৩০ ফুট নিচে চলে যায়। রেমালের তাণ্ডবে সোনাকুরের ফেরিটির একটি অংশ নদীর কিনারে উঠে যায়। ফেরির ড্রাইভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে সেটি অন্য একটি ফেরি দিয়ে উদ্ধার করে নদীতে নামানোর চেষ্টা করে। স্থানীয়রা জানান, ফেরির ভিতরে পানি প্রবেশ করে মুহূর্তের মধ্যে ফেরিটি অন্ত ৩০ ফুট পানির নিচে তলিয়ে যায়। এ ব্যাপারে বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ফেরি দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে পিরোজপুরে রেমালের প্রভাবে জেলার সর্বত্র অভাবনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরো জেলা লন্ডভন্ড হয়ে গেছে, বিশেষ করে ৫-৬ ফুট জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলার মঠবাড়িয়া, কাউখালী, ইন্দুরকানি, ভান্ডারিয়াসহ অধিকাংশ নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দি। আবার প্রায় ১০ শতাংশ বৃদ্ধ নারী, পুরুষ ও শিশু এখনো আশ্রয় কেন্দ্রে অপেক্ষা করছে। পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনিুর রহমান শামীম সোমবার রাতে ঝড়ের সময় নিজ বাসার আইপিএসের বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি প্রয়াত মেজর জিয়াউদ্দিন আহম্মেদের ভাগ্নে।