|
পুরাতন বছরকে বিদায় জানিয়ে, নূতন বছরকে স্বাগত জানাতে অনেকেই আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান মালার
রাত পোহালেই ২০১৮
সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, মাস, এক এক করে পেরিয়ে গেল একটি বছর ২০১৭ ইং সাল । পরিবর্তনশীল এ জগতে স্থায়ী বলতে কিছুই নেই । কালচক্রের সেই অমোঘ বিধানকে আমরা মেনে চলেছি প্রতিনিয়ত । আর মেনে চলেছি বলেই পিছনের সবকিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে পথ চলি। পুরাতন বছরের সমস্ত গ্লানি, ব্যর্থতাকে স্মরণ করে আগামীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় নুতন করে পথ চলতে শুরু করি । ২০১৭ ইংরেজী সালের শেষ, আর ২০১৮ সালের শুরু। রাত পোহালেই শুরু হবে ১/১/২০১৮ ইং । এ সময় সকল প্রতিষ্ঠানে তারিখে ভুল করে ফেলে । পুরাতন বছরকে বিদায় জানিয়ে, নূতন বছরকে স্বাগত জানাতে অনেকেই আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান মালার। কেউ কেউ আতশ বাজী, আবার কেউ কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন করেছে। সকলেরই কামনা বিগত বছরে যদি কোন ব্যর্থতা, গ্লানি, পরাজয় থেকে থাকে এই নুতন বছরে তার যেন কোন আচ না আসে ।
সু – স্বাগতম — ২০১৮ ইংরেজী সাল ।
মোঃ আনিছুর রহমান মিলন ।
বানারীপাড়া, বরিশাল ।
Post Views:
৫১
|
|