এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার মামলার প্রস্তুতি চলছে
রাজাপুরে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে ৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ উপজেলার ইন্দ্রপাশা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে সুজন (২২) ও মৃত তৈয়ব আলীর ছেলে শহিদ হাওলাদার (১৮) কে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় জানায়, আজ রবিবার সন্ধ্যায় এসআই হানিফ তার সঙ্গীও ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঠবাড়ি ইউপি বাগড়ি বাজার সংলগ্ন ইন্দ্রপাশা ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদেরকে তল্লাশি করে তাদের সুজন কাছ থেকে ২ পিস ও শহিদের কাছ থেকে ১ পিস মোট ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা আরো জানায় এরা দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার মামলার প্রস্তুতি চলছে।