Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজস্ব আদায়ে এবার বরিশাল কর অঞ্চল এগিয়ে 
Wednesday November 21, 2018 , 12:48 pm
Print this E-mail this

নতুন ই-টিআইএন এর সংখ্যা সৃষ্টি হয়েছে ১ শত ৮ জন

রাজস্ব আদায়ে এবার বরিশাল কর অঞ্চল এগিয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘উন্নয়নের শীর্ষে যাব যথাযথ আয়কর দিব, উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’-এ শ্লোগান নিয়ে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য এবারের আয়কর মেলায় বরিশাল বিভাগের কর আদায়ে শীর্ষে রয়েছে বরিশাল জেলা। বিভাগের ৬ জেলার আয়কর মেলা থেকে ৫ দিনে রাজস্ব এসেছে ৪ কোটি ১৯ লক্ষ ১৮ হাজার টাকা। এবারের আয়কর মেলায় করদাতা, রিটার্ন দাখিলকারীর সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন ই-টিআইএন গ্রহীতার সংখ্যা এখন পর্যন্ত তেমন বৃদ্ধি পায়নি। মেলায় রিটার্ন দাখিল করেছে ২ হাজার ৮ শত ৮০ জন। অন্যদিকে মেলায় ১৯ হাজার ৪ শত ৩৪ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়া নতুন ই-টিআইএন এর সংখ্যা সৃষ্টি হয়েছে ১ শত ৮ জন। বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার সদর দফতর (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার পঞ্চম দিনে বরিশালের টাউন হলের কর মেলায় ১০ হাজার ২ শত ৬১ জন করদাতাকে সেবা প্রদান করার পাশাপাশি মেলায় রিটার্ন দিয়েছে ১ হাজার ৩ শত ৬২ জন। এসময়কালে সরকারের অর্থ ভান্ডারে রাজস্ব এসেছে ৭৩ লক্ষ ২১ হাজার ৭ শত ৫৮ টাকা। ২০১৭ সালের আয়কর মেলার ৫ দিনের হিসাবের তুলনায় ২০১৮ সালের কর মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির ফলে একদিকে যেমন রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে তেমনি কর মেলায় গ্রাহকদের আগমন ছিল চোখে পড়ার মত। হিসাব মতে টাকার অংকে দেখা যায় ১৭ সালে শুধু পঞ্চম দিনে মোট রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ১২ লক্ষ ২৩ হাজার ৩ টাকা। এর বিপরীতে চলতি বছরের ১৮ সালের কর মেলায় শুধু পঞ্চম দিনে রাজস্ব এসেছে ১ কোটি ১৯ লক্ষ ১৮ হাজার ২৪ টাকা। বিগত বছরের মেলায় শুধু নতুন ই- টিআইএন বৃদ্ধি পাওয়ার সংখ্যা ছিল ১৮৯ জন। এবছরের সংখ্যা ১০৮জন। তবে রাজস্ব আদায়ে এবার বরিশাল কর অঞ্চল এগিয়ে আছে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড