মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর ধানমন্ডি লেকে ওমর ফারুক মোল্ল্যা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রোববার (৫ অক্টোম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, ধানমন্ডি ৫ নম্বর রোডে নায়রী রেস্টুরেন্টের পাশে লেকের পানিতে একজনের লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছ থেকে জানা যায়, তাঁর নাম ওমর ফারুক মোল্ল্যা। বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা। বাসা হাজারীবাগ বউবাজার। পড়ালেখা করত না এবং বেকার ছিল। এসব নিয়ে শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে রাগারাগির একপর্যায়ে তিনি বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে আসে৷ এরপর আর বাসায় ফিরেনি। পরিবার সদস্যরা ভেবেছিলেন, কোনো বন্ধুর বাসায় রয়েছেন তিনি। তবে সর্বশেষ রোববার সকালে লেক থেকে তাঁর লাশ উদ্ধার হয়েছে। পরিবার থেকে জানা গেছে সাঁতার জানত না ওমর। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানার জন্য তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।