বানারীপাড়ার আহমদাবাদ গ্রামের মিন্টু আহমেদের মেয়ে সে
রাজধানীতে বরিশালের নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানী খিলক্ষেতে মাহেনুর আক্তার মৌ (১৮) নামে বরিশালের নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে খিলক্ষেতের নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি এলাকার একটি টিনসেড বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, বরিশাল বানারীপাড়ার আহমদাবাদ গ্রামের মিন্টু আহমেদের মেয়ে সে। স্বামী রাজমিস্ত্রি রাকিব হোসেনের সঙ্গে নামাপাড়ার ওই বাসায় থাকতেন মৌ। পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, বিয়ের পর থেকে তারা নামাপাড়ায় থাকতো। গত রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে রুমে শুয়ে ছিলো। ভোরের দিকে স্বামী রাকিব ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্ত্রীর মৌ’ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে বলেও জানান এসআই শফিকুল ইসলাম।