Current Bangladesh Time
বুধবার জুলাই ১৬, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীতে বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার! 
Saturday August 17, 2019 , 1:39 pm
Print this E-mail this

রাজধানীতে বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার পৌর মেয়রের ছেলে আবদুল্লাহ্ আল মামুনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ্ আল মামুন বরগুনার পৌর মেয়র ও বরগুনা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মহানগর নাট্যমঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আবদুল্লাহ্ আল মামুনকে তল্লাশি করা হয়। এ সময় তাকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি বরগুনা পুলিশ লাইন এলাকায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে বরগুনার মেয়র শাহাদত হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ২০০৫ সাল থেকে মামুনের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক নেই। পরিবারে অমতে সাবেক এক সাংসদের মেয়েকে বিয়ে করায় তাকে ত্যাজ্যপুত্র করেছেন তিনি।




Archives
Image
বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই জুলাই গণঅভ্যুত্থান : ভোলায় নাহিদ
Image
বরিশালে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
Image
আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
Image
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
Image
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে