|
রাখাইন রাজ্যে নারী ধর্ষন ও শিশুসহ গনহত্যার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতীগত হত্যাকান্ড,নারী ধর্ষন,শিশুসহ গনহত্যা বর্বরতার বিরুদ্বে বরিশালে মানববন্ধন কর্মসূচিসহ প্রতিবাদ সভা করেছে জাগ্রত হোক মানবতা।এ ব্যানারের আয়োজনে বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত ট্রেক্সটাইল ইনজিয়ারিং কলেজের শিক্ষর্থীরা।নগরীর (বীরশ্রেষ্ঠ ক্য্পটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক) সদররোডে প্রতিবাদ সভা ও মানববন্ধন কমৃসুচি পালন করে।শাকিব আহমেদ রুদ্র এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, শান্তির জন্য অংসান সুচিকে বিশ্ব সম্প্রদয় নোবেল পুরস্কারে ভূষিত করেছিলেন সেই সূচি আজ সামরিক জান্তা দিয়ে রাখাইনে নিরিহ মুসলমান মা-বোনদের ধর্ষন,শিশু সহ গনহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করা সহ কয়েকলক্ষ মানুষকে ভিটেমাটি ছাড়া করে বিশ্বকে অশান্তির দিকে ঠেলে দেয়ার অপরাধে সুচির নোবেল প্রত্যাহার করে নিয়ে গনহত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবী জানান।পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে দেশের সকল বিত্তবানদের সাহায্য সহযোগীতা করার জন্য এগিয়ে আসার আহবান জানান সাধারন শিক্ষার্থীরা।এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী মাইনুল ইসলাম,অন্তু রায় চৌধুরী, সৈকত মল্লিক,জয় দত্ত,তুষার প্রমুখ।
Post Views:
৩১৭
|
|