|
দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান প্রধানমন্ত্রীর
রমিজ উদ্দিন কলেজকে প্রধানমন্ত্রীর পাঁচটি বাস হস্তান্তর
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচটি বাস উপহার পেল শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে একটি দ্বিতল, একটি ৩০ আসনবিশিষ্ট কোস্টার, বাকি তিনটি একতলার বাস। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বাসগুলো ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসানের কাছে হস্তান্তর করেন। গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন, শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এ সময় অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন একটি বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে তিনি বলেন, দুর্ঘটনায় আহত আট শিক্ষার্থীর মধ্যে চারজনকে পুরোপুরি সুস্থ হওয়ার পর বাসায় যেতে দিয়েছে সিএমএইচ। বাকি চারজনের অবস্থা উন্নতির দিকে। অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারে সেজন্য বাস দেওয়া হয়েছে। একজন অভিভাবক, শিক্ষক বা মা হিসেবে বলছি, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে। সেগুলো পর্যায়ক্রমে ও অতি সত্বর বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে পাঁচটি বাস দেওয়াসহ নিরাপদ সড়ক বাস্তবায়নে ও দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেওয়াসহ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বৃহস্পতিবার দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন তিনি। দ্রুত মামলা শেষ করার বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে। বাতিল করা হয়েছে জাবালে নূরের রোড পারমিট। গাড়ির মালিক ও গাড়ির চালককে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া এই মামলায় গ্রেফতার মো. এনায়েত হোসেন, মো. সোহাগ আলী, মো. রিপন হোসেন এবং মো. জোবায়ের কারাগারে রয়েছেন। এদের রিমান্ড শুনানির তারিখ আগামী সোমবার। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন নৌমন্ত্রী শাহজাহান খান। লাইসেন্সবিহীন ভুয়া ড্রাইভারদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিড ব্রেকার বসানো, স্কুলের পাশে বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
Post Views:
১,৩৬৫
|
|