|
আগামী নির্বাচনে বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সরোয়ার
যোগ্যরাই বরিশাল মহানগর ছাত্রদল কমিটিতে নেতা হয়েছে-সরোয়ার
বরিশাল মহানগর ছাত্রদল কমিটিতে যোগ্যরাই নেতা হয়েছে, যারা রাজিব আহসান কে নিয়া সমালোচনায় ব্যস্ত তারা সাবধান, কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমি আওয়ামীলীগকে বিশ্বাস করে হেরে গেছি। আমি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহন করেছি, বরিশালের মানুষ আমাকে ৫ বার ভোট দিয়ে বিজয়ী করেছে। যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বলে দাবী করে, আমি বিশ্বাস করিনি সেই আওয়ামীলীগ এ ধরনের একটি কাজ করতে পারে। বাইরে থেকে লোক এনে বরিশালবাসীর ভোট কেরে নিয়েছে, বরিশালের মানুষের কাছে আগ্রাসন চালিয়েছে। বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরোয়ার আরো বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস করে যারা রক্ষক হবে তারাই ভক্ষক হয়েছে বরিশাল সিটি নির্বাচনে নগরবাসীর কাছে। আমি তাদেরকে বলবো আগামী দিনের তাওয়া গরম হয়ে গেছে। স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, সস্বস্ত্র সংগ্রাম করেছিলাম এদেশের গনতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। কাজেই আরেকবার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইতে নামার জন্য আহবান জানাচ্ছি। তিনি বলেন, আওয়ামীলীগ জনগনের সাথে ধোকা দিচ্ছে, উন্নয়নের কথা বলে পূণরায় দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। ২০১৪ সালের ৫ জানুয়ারী বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে রেখেছে আওয়ামীলীগ। ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। সরোয়ার আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর উপযুক্ত জবাব দেয়া হবে। খালেদা জিয়াকে জেলে আর তারেক রহমানকে লন্ডনে রেখে এদেশে কোন নির্বাচন হবে না। এসময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রদানের দাবী জানিয়ে বলেন, নির্বাচনের জন্য বর্তমান নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, সেনাবাহিনীকে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা প্রদান করতে হবে। এছাড়াও আগামী নির্বাচনে বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সরোয়ার। তিনি বলেন, ১৫ আগষ্ট ও ২১শে আগষ্ট এর ঘটনায় আমরাও নিন্দা জানাই। কিন্তু এখানেও বিএনপি’র ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। যারা এই হত্যা কান্ডে জড়িত ছিলো তাদেরকে ক্ষমতায় মসনদে বসিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র সহ সভাপতি মনিরুজ্জামন খান ফারুক, মনিরুল আহসান, মহানগর বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, বিএনপি নেতা নুরুল আলম ফরিদ প্রমুখ। পরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে অশ্বিনী কুমার হলেরর সামেনে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও হেলথ ক্যম্প বসানো হয়।
Post Views:
১,৬৩৪
|
|